রুদ্র ম আল-আমিন এর কবিতা-সাধীনতা
“সাধীনতা”
,,,,,,, রুদ্র ম আল-আমিন
সাধীনতা!
তোমার রক্তে ভেজা বাঃলা,,,
দুখিনী মায়ের দুঃখের জগদ্দল পাহাঢ়।
রাইফেল কাঁদে তুলে নেই,,
টগবগে দেশ মুহুর্তে কাঁদে,
ওরা বলে,আমি না কি দেশদ্রোহী?
মা,মাগো সাধীনতা কি?
সাধীনতা !
তোমার রক্তে দু’ভাগ করেছি মাটি,,,
আজি দালালেরা মুক্তিকামী,
মুক্তিকামী দালাল,
ছেড়া পাতা মর্মর ভাজে,,ধুসর পানডুলিপি
প’রে আছে ঘরের এককোণে।
সাধীনতা!
তোমার পায়ে রক্ত নদী বরফ গলে,,
ছিনিয়ে নিয়েছি এই রাজবাড়ি।
যেথায় বসিবে যে সেই দেবী,,,,
আমিই দেবী, আমিই দেবী,, আমিই দেবী,
আমিই এই ভ্রম্মান্ধের দেবী,,
বাকিসব পূজারী,,,, মাগো এরা কি বলে?
সাধীনতা!
তুমি হায়েনার বিষদাঁত, গোলামীর দাশ,,,
তুমি মনিবের রাখাল, রাখালের গরু,
তুমি ছলনার বেদী, ঘর পোড়া গরু,,,
আর একটা বাড়ি দু’ভাগ,, আবার ভাগ,,,,
মা ওরা বলে,
হাত পা ছুড়ে কথা বলা,এই নাকি সাধীনতা।