দারুণ চোখধাঁধানো সেঞ্চুরি করলেন নাসির
স্পোর্টস ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত এক সেঞ্চুরি হাকিয়েছেন নাসির হোসেন। আজ নেপালের বিপক্ষে চোখধাঁধানো শতক করেছেন বাংলাদেশের এই মারকুটে ব্যাটসম্যান। তার শতকে ১২টি বাউন্ডারি ও দুটি ছক্কা রয়েছে। ১১৫ বলে ১০৯ রানে অপরাজিত আছেন নাসির।
সঙ্গীরা তার কাছে যেন থাকতে চাচ্ছেন না। নাসিরকে ফেলেই রেখে যাচ্ছেন তারা। সঙ্গীদের চরিত্র এমন হলেও দেশের হয়ে লড়ে যাচ্ছেন টাইগার নাসির হোসেন। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ইমার্জিং টিমস এশিয়া কাপে বাংলাদেশ-নেপাল দ্বিতীয় ম্যাচে টসে হেরে বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রন জানায় নেপালের অধিনায়ক জ্ঞানেন্দ্র মল্ল।
তবে শুরুটা সন্তোষজনক ছিল না মমিনুল-নাসিরদের। টপ অর্ডারে দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। গত ম্যাচে অর্ধশতক হাঁকানো সাইফ হাসান আজ ব্যর্থ হলেন বড় স্কোর গড়তে। অন্যপ্রান্তে থাকা আজমির শুন্য রানে দ্রুত বিদায় নিলে একই পথে হাটেন সাইফ। নেপালের অভিনাশ কার্ণের বলে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ।
বেশিক্ষণ স্থায়ী হয়নি তিন নম্বরে নামা মোহাম্মাদ মিথুনের ইনিংস। অভিনাশ কার্ণের তৃতীয় শিকার ছিলেন তিনি। আরেক প্রান্ত একা লড়াই চালিয়ে যান অধিনায়ক মমিনুল। শান্তর সাথে জুটি গড়ে দলকে কিছুটা বিপদ মুক্ত করার চেষ্টা করলেও শান্ত ৪ রান করে সাজঘরে ফিরে যান। এরপর নাসির হোসাইনের সাথে জুটি গড়েন মমিনুল হক।
মমিনুলের বিদায়ে তরুণ আফিফকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখেন নাসির হোসাইন। একই সাথে জুতে নেন ব্যক্তিগত অর্ধশতক। কিন্তু ৩২তম ওভারে আবারো আঘাত হানে লামিচানে। ১৪ রান আফিফকে সাজঘরে পাঠান তিনি।
নেপাল (একাদশ): জ্ঞানেন্দ্র মল্ল (অধিঃ), শারদ ভেসাওকার, বিনোদ ভান্ডারি, দিপেন্দ্র সিং আইরে, মাহবুব আলম, সন্দীপ লামিচানে, দিলীপ নাথ (উইকেট কিপার), সুনীল ধামালা, অবিনাশ করন, ভুবন কারকি, আসিফ শেখ।
বাংলাদেশ (একাদশ): সাইফ হাসান, আজমির আহমেদ, মমিনুল হক (অধিঃ), আবুল হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ মিথুন (উইকেট কিপার), নাসির হোসেন, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফুদ্দিন, রাহাতুল ফেরদৌস, নাসুম আহমেদ।