সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সব সময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নোয়াখালীর হাতিয়ার স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ৯৩ সাঁজোয়া ব্রিগেডের শীতকালীন মহড়া পরিদর্শন শেষে বিশেষ দরবারে তিনি এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে আক্রান্ত হলে তা মোকাবিলা করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের চৌকস সেনাবাহিনীর অত্যাধুনিক রণসজ্জা ও তাদের সুদৃঢ় কার্যক্রম পেশাদারিত্বের স্বাক্ষর বহন করে। সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে নতুন সংযোজিত ট্যাংক এমবিটি-২০০০, এপিসি বিটিআর-৮০, সেল্ফ প্রোপেলড আর্টিলারি গান, নোরা-বি-৫২, রাডার বিহেকেল এসএলসি-২, ট্যাংক বিধ্বংসী মিসাইল এমইটিআইএস-এম-১ সমরাস্ত্রের ব্যবহার, ইঞ্জিনিয়ার ও অন্যান্য সকল কোর এর পেশাদারিত্ব দেখে আমি সেনাবাহিনীর সার্বিক সক্ষমতায় সম্পূর্ণ আশ্বস্ত।
প্রধানমন্ত্রী বলেন, আজকের এই মহড়া, সেনাবাহিনীর দক্ষতা ও পেশাদারিত্বেরই প্রতিফলন, যা একটি আধুনিক ও শক্তিশালী সেনাবাহিনীর উৎকৃষ্ট উদাহরণ।
মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, নৌ ও বিমানবাহিনী প্রধানগণ, সংসদ সদস্যবৃন্দ, জিওসি ১১ এবং ৩৩ পদাতিক ডিভিশনের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, নন কমিশন্ড অফিসার ও সৈনিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।