স্বাধীনতা বিরোধী, জঙ্গী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স-এ কে এম শহীদুল হক আইজিপি

 

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম, বলেছেন, “স্বাধীনতা বিরোধী, জঙ্গী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের এখন জিরো টলারেন্স। একুশে গ্রেনেড হামলা মামলার আাসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। গোপালপুরে এদের পৃষ্ঠপোষক থাকলে তাদেরকেও ছাড় দেয়া হবেনা।” তিনি গতকাল সোমবার দুপুরে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম (পিপিএম) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম (বিপিএম) ও অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মো. মাহবুবুর রহমান (পিপিএম)। বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু ও বিশিষ্ট শিল্পপতি মশিউজ্জামান রুমেল।

02

এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলরুবা শারমীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম খান, গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার, সহকারি কমিশনার (ভুমি) আহমদ আলী, গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ (সিটি), পৌর মেয়র রকিবুল হক ছানা, বাংলাদেশ কমিউনিটি পুলিশিং ফোরাম গোপালপুর উপজেলা সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুবসহ প্রসাশনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। প্রধান অতিথি আরো বলেন, “মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য কমিউনিটি পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। যাতে জনতা-পুলিশ সেতুবন্ধন রচিত হয়। এখন আর ওপনিবেশিক আমলের পুলিশ প্রশাসন ব্যবস্থা নেই। কোন পুলিশ সদস্য অপরাধমূলক কাজের সাথে জড়িত হলে তাকেও ছাড় দেয়া হবেনা”।

03


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!