সেলিনা জাহান প্রিয়ার কবিতা-হারিয়ে যাওয়া নাম্বার

 

হারিয়ে যাওয়া নাম্বার
—————————— সেলিনা জাহান প্রিয়া

মনে পরে অরন্য তোমার ফোন নাম্বার টা
সবসময়ই ছিল কল লিস্টের প্রথমে ।
ফোন বুকের প্রথম সারিতে ।
যেন চোখ প্রথমেই থাকতো নাম্বারটার দিকে
নাম্বারটা খুঁজতে ফোন বুকে যাওয়ার
প্রয়োজন ছিলো না কোন কালে
নাম্বারটা কন্টাক্ট লিস্টে সব সময় ।
সকাল দুপুর রাত যত গভীর নাম্বারটা
যেন ততই গভীর রেখা পাত করে মনে ।
এক সময় নাম্বারটা মগজে স্থায়ী আসন করে
সেট হারালেও আর ভয় থাকেনা নাম্বারের
অঞ্জন দত্তের নাম্বারের মত আমি হয়ে যাই
বেলা বোস ।
সেই একই নাম্বার একটা সময় চলে যায়
আজ থেকে গত কালে কিছু কিছু মান অভিমানে
তারপর চলে যায় ভুলে ভুলে ভুল বুঝাবুঝি
আরো পেছনের তারিখে যায় প্রিয় নাম্বারটা।
এভাবে একা চেয়ে থাকি ফোনের দিকে
দেখি নাম্বার টা কি বেজে উঠে কিনা !
হ্যালো হ্যালো করে কি বলবে চলে আসো
মানিক মিয়া অ্যাভিনিউতে ।
না সেই নাম্বার আর বাজে না !
কলে কলে একেই কণ্ঠ মিষ্টি করে বলে সুইজ অফ ।
সময় আর ডায়াল,রিসিভ বা মিস
কল লিস্টেও নাম্বারটা থাকে না।
নাম্বার টা ফোন বুকে ঘুমিয়ে থাকে।
হঠাৎ হঠাৎ নাম্বারটা তে কল দিতেইচ্ছে করে
আমি তো মানুষ !রক্ত আমার ও আছে ! সেই অহমিকায়
ফোন নাম্বারটা আগুনের মতো মনে জ্বলে ।
ডিলেট করি ফোন বুক থেকে প্রিয় নাবার কে
আর খুঁজে বের করি না ।
তবু মন বলে করে দেবো-কি দেবো না, এই নিয়ে
দ্বিধা দ্বন্দ্বে কিছুক্ষণ সময় পার করে “না
থাক ” এটা বলে কল দেওয়া হয় না।
তারপর একটা সময় আসে যখন
হঠাৎ আর কল দিতেও ইচ্ছে করেনা।
স্মৃতি তে ধুলো জমে ঝাপসা হয়ে যায় সব স্বপ্ন
অতীত কে আর সামনে আনতে চাই না ।
তারও অনেক পরে একটা সময় আসে
যখন সেই নাম্বারটা খুঁজেই পাওয়া যায় না,
যে নাম্বারটা এত ভালবাসার মুখস্ত ছিলো,
সেই নাম্বারটার শেষের বা মাঝের
এক-দুইটা সংখ্যা মনেই পড়ছে না !!
কোন এক বৃষ্টি ঝরা সন্ধ্যায় হঠাৎ মন হয়ে যায়,
হয়তোবা সেদিন একটু একটু মায়া হয় অতীতের
বৃষ্টি সাথে ঢাকার রিক্সা তুমি আর আমি !!
পড়ে,একঘেয়েমি ঝিরি ঝিরি বৃষ্টি।বুকের জমিনে
হঠাৎ মোচড় দিয়ে উঠে,একটা হাহাকার জেগে উঠে ।
নাম্বারটা মানুষটার ছবি মনে ভেসে উঠে বার বার ।
আচ্ছা,,মানুষটা এখন কোথায় আছে,, কেমন
আছে ? আমার কথা কি তাঁর মনে আছে ?
এই বৃষ্টি কত মধুর ছিল দু জনের ! হায়
হাত বাড়ালেই যাকে ছোঁয়া যেত
চোখ মেললেই যাকে দেখা আমার পাশে পাশে
সে এখন অনেক অনেক দূরে বড্ড অভিমানে ।
জীবনের ঘাত–প্রতিঘাতে বাস্তবতা বড় অদ্ভুত
আমরাঅস্বীকার করতে ! জীবনের বাস্তব কে !!
তবুও শত অধিকারের অভিমান বুকে চেপে
আমরা বেঁচে থাকি ! বেঁচে থাকতে হয় ।
এভাবেই একদিন সব লেনদেন শেষ হয় অজানায়
কিছু কিছু বিষন্ন মেঘমালার ভীড়ে উড়ে যায়
কোন অজানায় ঝরে পরে কে তাঁর খবর রাখে
ভালো থাকুক আমার প্রিয় হাড়িয়ে যাওয়া নাম্বার।

 

সেলিনা জাহান প্রিয়ার অন্যান্য কবিতা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!