হালালের খোঁজ শুধু খাবারে, টাকার বেলায় নয়।

 

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

খাদ্য হালাল কিনা তা নিয়ে মুসলিমদের যতটা উদ্বেগ আছে, আয়ের বৈধতা নিয়ে ততটা নেই বলে খেদ প্রকাশ করেছেন মালয়েশিয়ার ইসলামবিষয়ক উপমন্ত্রী।

দাতুক ড. আসিরাফ ওয়াজদি দাসুকি বলেন, মানুষ ইসলামকে যেমন শুধু উপাসনার সঙ্গে সম্পৃক্ত করে দেখে, তেমনি শুধু ভোগের ক্ষেত্রে হালাল-হারামের বিচার করে।

বুধবার রাজধানী কুয়ালালামপুরে ইসলামি আর্থিক প্রতিষ্ঠান ও অনুদান নিয়ে এক সেমিনারের উপস্থাপনায় এসব কথা বলেন বলে মালয় অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

আসিরাফ বলেন, “হালাল খাদ্য ও হালাল লেবেল নিয়ে উদ্বেগ ব্যাপক। কিন্তু, ওই হালাল খাদ্য যে টাকা দিয়ে কেনা হচ্ছে তা কোথা থেকে এলো সেবিষয়ে একই ধরনের উদ্বেগ দেখা যায় না।”
এই সিনেটর বলেন, যখন মাংস খাওয়ার বিষয় সামনে আসে, তখন পশু শরিয়া মোতাবেক জবাই করা হয়েছে কি না তা নিয়ে খুব উদ্বেগ দেখা যায়। মাংস ক্রয়ের অর্থ নিয়ে ততটা উদ্বেগ হয় না।

“যে টাকা দিয়ে তারা খাবারটা কেনে, তা যদি লগ্নি, সুদ, দুর্নীতি থেকেও আসে তাতে তাদের যা আসে না।”

“এটাই আমাদের আমাদের আজকের সমাজের চরম বাস্তব চিত্র,” বলেন আসিরাফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!