শরীয়তপুরে বাংলাভিশনের ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সৈয়দ মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
নানা আয়োজনের মধ্যদিয়ে শরীয়তপুরে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে শরীয়তপুর প্রেসক্লাবে দিনব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, র্যালি ও জন্ম দিনের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মাহমুদুল হোসাইন খান ও পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।
এসময় ভাষা সৈনিক ও শিক্ষাবিদ মো: জালাল উদ্দিন, শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মো: তাজুল ইসলাম, শরীয়তপুর প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, চ্যানেল আই পতিনিধি এস এম মজিবর রহমান, দৈনিক হুংকারের যুগ্ন বার্তা সম্পাদক খোরশেদ আলম বাবুল, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম খোকন,সাধারন সম্পাদক মোহাম্মাদ নান্নু মৃধা সহ নাগরিক সমাজের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। এরপর বিকালে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্ঠান সূচির সমাপ্ত হয়।
অনুস্ঠান সার্বিক পরিচালনা করেন বাংলাভিশন প্রতিনিধি মোঃ শহীদুজজামান।