ইতিহাসের এই দিনে- ১৪ এপ্রিল
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আজ ১৪ এপ্রিল, ২০১৭, শুক্রবার। ১ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০৪ তম (অধিবর্ষে ১০৫ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৬৫৯ সালের এই দিনে দিল্লির সিংহাসন দখলের জন্য আওরঙ্গজেব ও দারাশাহ’র মধ্যে যুদ্ধ শুরু হয়।
১৭৭১ সালের এই দিনে নারী কল্যানমূলক প্রতিষ্ঠান ‘বামা হিতৈষিণী সভা’ স্থাপিত হয়।
১৮২৮ সালের এই দিনে ওয়েবস্টার তার অভিধানের প্রথম সংস্করণ কপিরাইটভুক্ত করেন।
১৮৬৫ সালের এই দিনে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন আততায়ীর গুলিতে আহত হন।
১৮৯০ সালের এই দিনে প্যান আমেরিকা জোট প্রতিষ্ঠিত হয় ।
১৯১২ সালের এই দিনে নিউফাউল্যান্ডের হিমবাহের কাছে সমুদ্রগামী বিখ্যাত জাহাজ টাইটানিক ডুবে দেড় সহস্রাধিক মানুষের প্রাণহানি।
১৯৪৪ সালের এই দিনে বম্বের ভিক্টোরিয়া ডাকে গোলাবারুদ ভর্তি জাহাজে বিস্ফোরণ। ১২ শতাধিক লোকের মৃত্যু।
১৯৪৪ সালের এই দিনে অরুনা আসফ দিলি্ল মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মহিলা মেয়র নির্বাচিত।
১৯৬১ সালের এই দিনে কিউবা সরকারের বিরুদ্ধে সেদেশের বিপ্লবীদের অভিযান শুরু হয়।
১৯৭৪ সালের এই দিনে ভারত কর্তৃক সিকিম দখল।
১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশে মওলানা ভাসানীর নেতৃত্বে ৬ দলীয় জোট গঠন।
১৯৮৬ সালের এই দিনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর প্রতিষ্ঠা।
১৯৮৮ সালের এই দিনে আফগানিস্তানে শান্তির জন্য জেনেভা চুক্তি স্বাক্ষর।
২০০২ সালের এই দিনে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের বিরুদ্ধে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর তিনি দেশে ফিরে তার দায়িত্বভার গ্রহণ করেন।
জন্ম
১৫৬৩ সালের এই দিনে পঞ্চম শিখগুরু অর্জুনদেব এর জন্ম।
১৮৬৮ সালের এই দিনে জার্মান স্থপতি পিটার বারেনস এর জন্ম।
১৮৮৯ সালের এই দিনে ঐতিহাসিক আর্নল্ড জোসেফ টয়েনবির জন্ম।
১৮৯১ সালের এই দিনে জন্ম হয় ভীমরাও রামজি আম্বেডকর ভারতীয় জাতীয়তাবাদী,
আইনজ্ঞ এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা।
১৯০৭ সালের এই দিনে ভারতের অগ্রগণ্য কমিউনিস্ট নেতা পিসি যোশীর জন্ম।
১৯২২ সালের এই দিনে সরোদিয়া আলী আকবর খানের জন্ম।
মৃত্যু
১৬৮০ সালের এই দিনে মারাঠা নেতা ছত্রপতি শিবাজীর মৃত্যু।
১৮৯৫ সালের এই দিনে মার্কিন ভূতত্ববিদ ও শিক্ষাবিদ জেমস ডানা এর মৃত্যু।
১৯২৫ সালের এই দিনে মৃত্যু হয় জন সিঙ্গার সার্জেন্ট, আমেরিকান চিত্রশিল্পী (বি 1856)।
১৯৩০ সালের এই দিনে বিপ্লবী রুশ কবি ভ্লাদিমির মায়াকোভস্কির মৃত্যু।
১৯৫০ সালের এই দিনে দার্শনিক ও সাধক রমণ মহির্ষা এর মৃত্যু।
১৯৮৬ সালের এই দিনে ফরাসী ঔপন্যাসিক ও নারীবাদী সিমন দ্য বোভোয়ারের মৃত্যু।