টাঙ্গাইলে ২০ কেজি ওজনের একটি ঈগল উদ্ধার
নিজস্ব প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডি.কম
আজ সোমবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্য গ্রাম থেকে ২০ কেজি ওজনের একটি ঈগল পাখি উদ্ধার করা হয়।
টাঙ্গাইল জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন এই ঈগল পাখিটি বন বিভাগের মাধ্যমে বঙ্গবন্ধু সাফারী পার্কে হস্তান্তর করেন।
জানা যায়, প্রায় তিন মাস আগে ঈগল পাখিটি দাইন্যা গ্রামে নদীর পাড়ে পড়ে ছিল। সেখান থেকে ঐ গ্রামের আজগর আলীর স্ত্রী রেনু বেগম ঈগল পাখিটিকে বাড়ি নিয়ে লালন পালন করতে থাকেন।
ফেসবুকের মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন সদর উপজেলার সহকারী কমিশনার মামুনুর রহিমকে পাঠিয়ে পাখিটি সাফারী পার্কে হস্তান্তরের জন্য রেনু বেগমকে অনুরোধ করেন।
আজ বিকেলে রেনু বেগম পাখিটি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাজির হন। পরে টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা মাসুদুর রহমানের হাতে জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন হস্তান্তর করেন।
জেলা প্রশাসকের পক্ষ থেকে রেনু বেগমকে ঈগল পাখিটি প্রায় ৩মাস লালন পালনের জন্য ৫ হাজার টাকার পুরস্কার দেয়া হয়।