২৩৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ০১ টি জীপ গাড়ি উদ্ধারসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
র্যাব তার প্রতিষ্ঠা লগ্ন হতেই খুন, অপহরণ, জঙ্গী দমন, ছিনতাই, চাঁদাবাজী, মাদকদ্রব্য উদ্ধার, চুরি ও চোরাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করাসহ দুঃষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে এবং র্যাব-১২ এর আওতাধীন এলাকাগুলিতে ব্যাপকভাবে সফলতা অর্জন করেছে। গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ সার্বক্ষণিক অভিযান পরিচালনা করে র্যাব ইতিমধ্যে জনগনের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এছাড়া বর্তমানে দেশের সাম্প্রতিক জঙ্গিবাদ উত্থানরোধে র্যাব তার আভিযানিক কার্যক্রম আরো জোরদার করেছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পাবনা জেলায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মাদক পরিবহন করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে অত্র কোম্পানীর একটি আভিযানিক দল গত ২৭ তারিখ ২২.০০ ঘটিকায় ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্ত্বে পাবনা জেলার সদর থানাধীন মালিগাছা বাজারে চেক পোষ্ট স্থাপন করে ঢাকা মেট্রো-গ ১১৭৫৯২ নাম্বারের একটি জীপ গাড়ির গতি রোধ করতে চাইলে তারা র্যাবের সংকেত অমান্য করিয়া দ্রুত গতিতে পলায়নের চেষ্টা করে । এমতাবস্থায় র্যাবের একটি চৌকশ আভিযানিক দল তাদের ধাওয়া করে পাবনা ঈশ্বরদী মহাসড়কের আটমাইল ইসলাম গাতি সাকিনস্থ এলাকায় তাদের ২৩.৫০ ঘটিকায় ধরতে সক্ষম হয়। গাড়িতে থাকা আসামী ১। মোঃ মাহফুজার রহমান(মাসুম) (৩৯), পিতা- মৃত তোফাজ্জল হোসেন, সাং- পূর্বফুলমতি , থানা- ফুলবাড়ি, জেলা- কুড়িগ্রাম, ২। মোঃ জুয়েল রানা (২৮) , পিতা- মোঃ হায়দার আলী , সাং- কবির মামুদ, থানা- ফুলবাড়ি, জেলা- কুড়িগ্রামগদের কে গ্রেফতার পূর্বক গাড়িটি তল্লাশি করে ২৩৫ কেজি গাঁজা ও জীপ গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজের হেফাজতে রাখিয়া পাবনা জেলাসহ দেশের অন্যান্য জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। উক্ত আসামীদ্বয় দেশের চিহ্নিত মাদক ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে পরিবহনের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে ।
এ সংক্রান্তে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছে।