ইতিহাসের এই দিনে: ২৩ জুলাই

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ২৩ জুলাই, ২০১৭, রোববার। ৮ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২০৪(অধিবর্ষে ২০৫তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭৯৩ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্স‌-এর হাত থেকে মেইনজ পুনরুদ্ধার করে প্রুশিয়া।

১৮২৯ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকাতে উইলিয়াম অস্টিন বার্ড টাইপ রাইটারের পূর্বসুরী টাইপোগ্রাফার পেটেন্ট তৈরী করেন।

১৮৮১ খ্রিস্টাব্দের এই দিনে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা সমূহের মধ্যে সবচেয়ে পুরাতন আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারশন প্রতিষ্ঠি হয়।

১৮৯৩ খ্রিস্টাব্দের এই দিনে বঙ্গীয় সাহিত্য পরিষদের আদিরুপ বেঙ্গল একাডেমি অব লিটারেচার প্রতিষ্ঠিত হয়।

১৯০০ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম প্যান-আফ্রিকা সম্মেলন আয়োজন করা হয়।

১৯০৩ খ্রিস্টাব্দের এই দিনে ফোর্ড মোটরগাড়ি কোম্পানি ডেট্রয়েটে প্রথম গাড়ি বিক্রি করে।

১৯০৮ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ শাসনামলে ভারতে (মুম্বাই শহর) প্রথম রাজনৈতিক ধর্মঘট।

১৯২৭ খ্রিস্টাব্দের এই দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বাইয়ে ভারতের প্রথম বেতার সম্প্রচার শুরু করে।

১৯২৩ খ্রিস্টাব্দের এই দিনে মিত্র ও সহযোগী শক্তির সাথে তুরস্কের নতুন লোজান চুক্তি (Traité de Lausanne) স্বাক্ষরিত।

১৯৫২ খ্রিস্টাব্দের এই দিনে মিশরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গামাল আবদুন নাসেরের ক্ষমতা গ্রহণ।

১৯৯৫ খ্রিস্টাব্দের এই দিনে হেল-বপ ধূমকেতু আবিষ্কৃত হয়।

২০০৭ খ্রিস্টাব্দের এই দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়।

জন্ম
৬৪৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন প্রথম ইয়েজিদ উমাইয়া খিলাফতের দ্বিতীয় খলিফা।

১৮০৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন হরচন্দ্র ঘোষ, উনিশ শতকের বাঙালি জজ।

১৮৫৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন ভারতীয় মুক্তি সংগ্রামী বাল গঙ্গাধর তিলক।

১৮৯৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন খ্যাতনামা কথাশিল্পী তারাশংকর বন্দ্যোপাধ্যায়।

১৯২৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও সাবেক অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ।

১৯৭৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন ইয়েহুডিট পোল্‌গার, হাঙ্গেরীয় দাবাড়ু।

মৃত্যু
১৮৮৫ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরন করেন ইউলিসিস এস. গ্রান্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের অষ্টাদশ রাষ্ট্রপতি।

১৯১৬ ‌ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরন করেন স্যার উইলিয়াম রামসে, স্কটিশ রসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী (জ. ১৮৫২)।

১৯৯৯ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরন করেন সাংবাদিক-সাহিত্যিক আহমেদ হুমায়ুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!