ইতিহাসের এই দিনে: ২৪ আগস্ট
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আজ ২৪ আগস্ট, ২০১৭, বৃহস্পতিবার। ৯ ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৬তম (অধিবর্ষে ২৩৭তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৬০৮ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম সরকারিভাবে ইংলিশ প্রতিনিধি ভারতের সুরাতে আসেন।
১৬৯০ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ ব্যবসায়ী জব চার্নক সদলে সুতানুটিতে ইংল্যান্ডের জাতীয় পতাকা ওড়ান। দিনটিকে কলকাতা নগরীর পত্তন দিবস হিসেবে ধরা হয়।
১৮১৪ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ সেনাদল ওয়াশিংটন ডিসি অধিকার করে এবং হোয়াইট হাউস জ্বালিয়ে দেয়।
১৮১৫ খ্রিস্টাব্দের এই দিনে নেদারল্যান্ডসের আধুনিক সংবিধান এই দিনে গৃহীত হয়।
১৮২১ খ্রিস্টাব্দের এই দিনে মেক্সিকো স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
১৮৭৫ খ্রিস্টাব্দের এই দিনে ক্যাপ্টেন ম্যাথুওয়েব প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেন সাঁতার কেটে।
১৯০২ খ্রিস্টাব্দের এই দিনে জোয়ান অব আর্কের মূর্তি উন্মোচন করা হয় সেইন্ট পিয়েরে-লে-তে।
১৯১৩ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই দিনে চুক্তি স্বাক্ষরিত হয় পরস্পরকে আক্রমণ না করার।
১৯১৪ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী নামুর দখল করে।
১৯২৯ খ্রিস্টাব্দের এই দিনে বায়তুল মোকাদ্দাসে নুদবা প্রাচীর আন্দোলন শুরু হয়।
১৯৪৪ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান থেকে প্যারিস মুক্ত।
১৯৪৯ খ্রিস্টাব্দের এই দিনে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) গঠিত হয়।
১৯৬৬ খ্রিস্টাব্দের এই দিনে ভারতীয় সাঁতারু মিহির সেন জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেন।
১৯৭৪ খ্রিস্টাব্দের এই দিনে ফখরুদ্দিন আলী আহমেদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি হন।
১৯৮৯ খ্রিস্টাব্দের এই দিনে ৪৫ বছরের কমিউনিস্ট শাসনের পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন তাদেউজ মাজোউইকি।
১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে তুর্ক মেনিয়ার সার্বভৌমত্ব ঘোষণা।
১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে।
জন্ম
১৮৯০ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহল করেন আর্জেন্টিনীয় সাহিত্যিক হোর্হে লুই বোর্হেস।
১৮৯৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহল করেন সঙ্গীতশিল্পী ও সুরকার কৃষ্ণচন্দ্র দে।
১৯২৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহল করেন ইয়াসির আরাফাত, ফিলিস্তিনী নেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।
মৃত্যু
১৯২৭ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন মিশরের জাতীয় নেতা সাদ জগলুল পাশা।
১৯৫৪ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ব্রাজিলিয়ান স্বৈরশাসক গেতুলিও বার্গাস।
১৯৮৮ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন সাংবাদিক, সাহিত্যিক আবু জাফর শামসুদ্দীন।