ইতিহাসের এই দিনে: ৩০ মে

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ৩০ মে, ২০১৭, মঙ্গলবার। ১৬ জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫০তম (অধিবর্ষে ১৫১তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৪৩১ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্স-ইংল্যান্ড শতবর্ষব্যাপি যুদ্ধের ফরাশী বীরযোদ্ধা জোয়ান ডি আর্ক কে ইংরেজরা বন্দী করে নিয়ে প্রতিশোধমূলক এক বিচারে ডাইনী অপবাদ দিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করে।

১৪৫৩ খ্রিস্টাব্দের এই দিনে তুরস্কের কনস্টানটিনোপল জয়।

১৪৯৮ খ্রিস্টাব্দের এই দিনে ক্রিস্টোফার কলম্বাস তৃতীয় সমুদ্র যাত্রা শুরু করেন।

১৫৩৯ খ্রিস্টাব্দের এই দিনে হেরনান্দো দি সতো টম্পা সাগর উপকূলে উপনীত হন ৬০০ সৈন্যসহ। উদ্দেশ্য স্বর্ণ অনুসন্ধান।

১৬৩১ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের প্রথম সংবাদ পত্র লা গ্যাজেট প্রকাশিত হয়।

১৮০৬ খ্রিস্টাব্দের এই দিনে অ্যান্ড্রু জ্যাকসন যখন জানতে পারেন তার স্ত্রীর সঙ্গে চার্লস ডিকেন্সের সম্পর্ক, তখন এক দ্বৈত মল্লযুদ্ধে জ্যাকসন খুন করেন সিকেন্সকে।

১৮০৭ খ্রিস্টাব্দের এই দিনে মোস্তফা চতুর্থ কর্তৃক তুরস্কের সুলতান সেলিম তৃতীয় ক্ষমতাচ্যুত।

১৮৯৯ খ্রিস্টাব্দের এই দিনে কলকাতার ঘরে ঘরে বৈদ্যুতিক সরবরাহ শুরু হয়।

১৯০৩ খ্রিস্টাব্দের এই দিনে সার্বিয়ার রাজা আলেকজান্ডার আর্বেনোভিচ সস্ত্রীক নিরাপত্তা রক্ষীদের হাতে নিহত।

১৯১৩ খ্রিস্টাব্দের এই দিনে আলবেনিয়া নতুন রাষ্ট্রের মর্যাদা পায়।

১৯১৭ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম আলেকজান্ডার গ্রিসের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৯১৮ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম মহাযুদ্ধ চলাকালে ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে মারনে নদীর কাছে জার্মান এবং মিত্র বাহিনীর মধ্যে সংঘর্ষের সমাপ্তি ঘটে।

১৯৫৪ খ্রিস্টাব্দের এই দিনে শেরেবাংলা এ.কে ফজলুল হকের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল। পূর্ববাংলায় গভর্নর শাসন জারি।

১৯৬৭ খ্রিস্টাব্দের এই দিনে নাইজেরীয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ বিয়াফ্রা (১৯৬৭-৭০) স্বাধীনতা ঘোষণা করে, এর ফলে গৃহযুদ্ধ শুরু হয়।

১৯৯০ খ্রিস্টাব্দের এই দিনে বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত।

১৯৯০ খ্রিস্টাব্দের এই দিনে কর্ণফুলী সেতু আনুষ্ঠানিকভাবে চালু।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে ক্রোয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা।

১৯৯৬ খ্রিস্টাব্দের এই দিনে বেনজামিন নেতানিয়াহু ইসরাইলের প্রধামন্ত্রী নির্বাচিত।

১৯৯৭ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশে আওয়ামিলীগ সরকার কর্তৃক শুক্র-শনি দু’দিন ছুটি ঘোষণা।

১৯৯৮ খ্রিস্টাব্দের এই দিনে আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক ভূমিকম্পে ৫০০০ লোক নিহত হয়।

১৯৯৯ খ্রিস্টাব্দের এই দিনে নাইজেরিয়ায় সামরিক শাসনের অবসান। ওলসেগুন ওবাসাঞ্জো ১৫ বছরের মধ্যে নাইজেরিয়ার প্রথম বেসামরিক প্রেসিডেন্ট নির্বাচিত।

মৃত্যু

১৫৯৩ খ্রিস্টাব্দের এই দিনে নাট্যকার ক্রিস্টোফার মার্লো নিহত হন।

১৭৪৪ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ কবি আলেকজান্ডার পোপের মৃত্যু।

১৭৭৮ খ্রিস্টাব্দের এই দিনে খ্যাতনামা ফরাসি লেখক ও দার্শনিক ভলতেয়ারের মৃত্যু।

১৭৭৮ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের বিখ্যাত দার্শনিক ও লেখক ফ্রান্সোয়া মেরি অরোয়া ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

১৯১২ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন বিমান আবিষ্কারক উইলবার রাইট মৃত্যুবরণ করেন।

১৯৬০ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী (১৯৫৮) রুশ কথাসাহিত্যিক বোরিস পাস্তারনাকের মৃত্যু।

১৯৬৫ খ্রিস্টাব্দের এই দিনে লুই ইয়েল্ম্‌স্লেভ, ডেনীয় ভাষাবিজ্ঞানী এর মৃত্যু।

১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে সাংবাদিক ও রাজনীতিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ইন্তেকাল।

১৯৮১ খ্রিস্টাব্দের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আততায়ীর গুলিতে নিহত হন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!