এমএসএন ত্রয়ীর ১০২ গোলের মধ্যে মেসি একাই করেছেন ঠিক অর্ধেক, ৫১ গোল। এ নিয়ে ক্যারিয়ারের পঞ্চমবারের মতো এক মৌসুমে ৫০ বা তার বেশি গোল করলেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড। এমএসএন ত্রয়ীর বাকি দুই তারকা সুয়ারেস ৩৫টি ও নেইমার ১৬টি গোল করেছেন।
২০১৪ সালে লিভারপুল ছেড়ে মেসি-নেইমারের সঙ্গে যোগ দেন সুয়ারেস। সেই থেকে তিন জন প্রতিপক্ষকে ভাসাচ্ছেন গোলবন্যায়। এ নিয়ে টানা তিন মৌসুম গোলের শতক করল এমএসএন ত্রয়ী।
প্রথম মৌসুমে তিন জন মিলে করেছিলেন ১২২ গোল; জিতেছিলেন ঐতিহাসিক ট্রেবল-লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ।
২০১৫-১৬ মৌসুমে মেসি-সুয়ারেস-নেইমার মিলে করেন ১৩১ গোল। বার্সেলোনার শোকেসে ওঠে লা লিগা, কোপা দেল রে, ক্লাব ওয়ার্ল্ড কাপ ও উয়েফা সুপার কাপের শিরোপা।
চলতি মৌসুমে স্প্যানিশ সুপার কাপ জেতা বার্সেলোনার সামনে রয়েছে লা লিগা ও কোপা দেল রে জয়ের সুযোগ। ইউভেন্তুসের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা থেমেছে তাদের।