নওগাঁর সদর উপজেলা ভূমি অফিসে ৭৫০ওয়াট রূফ টপ অন গ্রিড সোলার প্যানেল স্থাপন
ভূপাল চন্দ্র রায়, নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
গতকাল রবিবার (১৩-০৬-২০২১ ইং তারিখে) সকাল ১০.০০ ঘটিকায় নওগাঁ জেলার সদর উপজেলা ভূমি অফিসে (নব নির্মিত ভবন) ৭৫০ওয়াট অন গ্রিড সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ এর উপর চাপ কমাতে এ সোলার প্যানেল স্থাপন করা হয়। সোলার প্যানেল স্থাপন করেছিলেন মোঃ বাবুল আক্তার (বাবু) সোলার টেকনিশিয়ান, সহযোগিতায় ছিলেন নওগাঁর ইলেকট্রিশিয়ান মোঃ হাবিবুর রহমান , নওগাঁ জেলার ঠিকাদার মোঃ মামুন ভাইয়ের কনস্ট্রাকশন ম্যানেজার মোঃ মিলন এবং সময় উপস্থিত ছিলেন বেঙ্গল রিনিউএ্যবল এনার্জি লিমিটেড কোম্পানির নিয়ামতপুর উপজেলার শাখা ব্যবস্থাপক ভূপাল চন্দ্র রায়।
শাখা ব্যবস্থাপক ভূপাল চন্দ্র রায় জানান, অন গ্রিড সোলার সিস্টেম এমন একটি সিস্টেম যা গ্রিডের সাথে সংযুক্ত থেকে সোলার প্যানেল বিদ্যুৎ উৎপন্ন করে ইনভার্টারের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দেয়।এটি কোন ব্যাক আপ দেয় না, কিন্তু বিদ্যুৎ এর উপর চাপ কমায়, এতে কোন ব্যাটারির প্রয়োজন হয় না। উপজেলা সদর ভূমি অফিসের স্টাফ মোঃ নজরুল মিয়া জানান,অন গ্রিড সোলার সিস্টেম প্রধানত দুটি কারনে ব্যবহার করা হয়:প্রথমত গ্রাহকের ইলেক্ট্রিসিটি বিল কম আসে। দ্বিতীয়ত সরকার ইলেকট্রিসিটির উপর চাপ কমাতে নতুন বিদ্যুৎ সংযোগে লোডের উপর অন গ্রিড সোলার সিস্টেম লাগানোর জন্য নিয়ম ধায্য করেছে।