ইতিহাসের এই দিনে: ৮ আগস্ট
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আজ ৮ আগস্ট, ২০১৭, মঙ্গলবার। ২৪ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২০তম (অধিবর্ষে ২২১তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১২২০ খ্রিস্টাব্দের এই দিনে লিহুলার যুদ্ধে এস্টানিয়ান উপজাতির কাছে পরাজিত হয় সুইডেন।
১৫৪৯ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্স ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৭৯৬ খ্রিস্টাব্দের এই দিনে ৪৪ সদস্যা নিয়ে বোস্টন আফ্রিকান সোসাইটি গঠিত হয়।
১৮১০ খ্রিস্টাব্দের এই দিনে ঊর্দু কবি মির্জা গালিব নবাব ইলাহী বকসের কন্যা মারুফকে বিয়ে করেন।
১৮৬৪ খ্রিস্টাব্দের এই দিনে জেনেভায় রেডক্রস গঠিত হয়।
১৮৬৪ খ্রিস্টাব্দের এই দিনে আন্তর্জাতিক রেডক্রস যুদ্ধকালে আক্রান্ত না হওয়ার অধিকার পায়।
১৮১৫ খ্রিস্টাব্দের এই দিনে নেপোলিয়ন বোনাপার্ট সেন্ট হেলেনের উদ্দেশে যাত্রা শুরু করেন।
১৯০৬ খ্রিস্টাব্দের এই দিনে বিপিনচন্দ্র পালের সম্পাদনায় ইংরেজি দৈনিক ‘বন্দেমাতরম’ প্রথম প্রকাশিত হয়।
১৯৪৯ খ্রিস্টাব্দের এই দিনে ইকুয়েডরে প্রবল ভূ-কম্পনে দশ হাজার লোকের মৃত্যু।
১৯৫৫ খ্রিস্টাব্দের এই দিনে জেনিভায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ৭২টি দেশের ১২০০ বিজ্ঞানীর এক আন্তর্জাতিক সম্মেলন শুরু।
১৯৬৭ খ্রিস্টাব্দের এই দিনে দক্ষিণ এশীয় জাতিসমূহের সংস্থা আশিয়ান প্রতিষ্ঠিত হয়।
১৯৮৮ খ্রিস্টাব্দের এই দিনে দক্ষিণ আফ্রিকা, কিউবা ও অ্যাঙ্গোলায় যুদ্ধবিরতি ঘোষিত হয়।
জন্ম
১০৭৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন জাপানের সম্রাট হোরিকাওয়া।
১৭৩২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন জার্মান ভাষাবিজ্ঞানী ইয়োহান ক্রিস্টফ আডেলুং।
১৮২৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন রাশিয়ার জারিনা মারিয়া আলেকজান্দ্রোভনা।
১৮৬৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন শিক্ষাব্রতী লেডি অবলা বসু।
১৯০১ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন নোবেলজয়ী মার্কিন পারমাণবিক পদার্থবিদ আর্সেস্ট লরেন্স।
১৯০২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন নোবেলজয়ী পদার্থবিদ পল ডিরাক।
১৯৩১ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন ইংরেজ গাণিতিক-পদার্থবিজ্ঞানী রজার পেনরো।
১৯৮১ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন সুইস টেনিস খেলোয়াড় রজার ফেদেরার।
মৃত্যু
১৮৯৮ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ফরাসি চিত্রশিল্পী ইউজেন-লুই বোঁদা।
১৮৯৮ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন বাংলা নবজাগরণের অন্যতম প্রবক্তা রামতনু লাহিড়ী।
১৯৭৭ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ভীষ্মদেব চট্টোপাধ্যায়।