সরকারি জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের মৃত্যু
মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জিবিজি সরকারী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর আহমেদ (৭৬) সকাল সাতটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নানিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২২শে ফেব্রয়ারী (শুক্রবার) তিনি মৃত্যবরন করেন ৷
তিনি মৃত্যকালে স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার আছরের নামাজের পর ঘাটাইল জিবিজি সরকারী কলেজ মাঠ প্রাঙ্গণে তার জানাজা নামাজ শেষে পৌর এলাকার দক্ষিনপাড়া গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা যায়।
তিনি ঘাটাইল জিবিজি কলেজের প্রথমে ১৯৬৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। পরে ১৯৯১ সাল থেকে ২০১১সাল পর্যন্ত দুইবার সুনামের সহিত অধ্যক্ষের দায়িত্ব পালন করে অবসর গ্রহন করেন।