নীলফামারীতে নিহত এটুআই উদ্যোক্তার পরিবারকে অনুদান প্রদান
সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ইউনিয়ন তথ্য কেন্দ্রের উদ্যোক্তা আনারুল ইসলামের পরিবারকে আজ শুক্রবার (৫ মে) বিকেলে এক লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে। বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রের উদ্যোক্তা ফোরামের উদ্যোগে এই অনুদান আনারুলের জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামের বাড়িতে গিয়ে তার (আনারুলের) স্ত্রী রোখসানা বেগম এবং তার বাবা গোলাম মোস্তফার হাতে তুলে দেয়া হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজ আলী প্রামানিক, সভাপতি হাসিম উদ্দিন, সহ-সভাপতি আরিফুল ইসলাম, সদস্য আব্দুল আল মামুন, মাহাতাব উদ্দিন, আব্দুল কাদের প্রমুখ। সভায় সভাপত্বি করেন নীলফামারী জেলা ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রের উদ্যোক্তা ফোরামের সভাপতি আজাহারুল ইসলাম।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল দুপুরে কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ইউনিয়ন পরিষদের অদুরে সড়ক দুর্ঘটনায় নিহত হন জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের ডিজিটাল কেন্দ্রের উদ্যোক্তা আনারুল ইসলাম। তার পরিবারে স্ত্রী ও দুই বছর বয়সের এক ছেলে সন্তান রয়েছে।