সেলিনা জাহান প্রিয়ার কবিতা-অপেক্ষার শীতল প্রেম
অপেক্ষার শীতল প্রেম
——————– সেলিনা জাহান প্রিয়া
দিন কেটে যায় মেঘের ভেলায়
রাত যে কাটে চাঁদের জোছনায়
গোধুলীবেলায় দমকা হাওয়ার
এলোমেলো কেশে
মুগ্ধ নয়নে তুমি শুধু দেখতে আমায়
তোমায় ছাড়া বিষন্ন মন
সারাক্ষনই কাঁদে ।
তোমার পাশে বসে তোমার সাথে
হাতে রেখে হাত আপন মনে
আঁকাশের ওই তারার সাথে
কাটিয়েছি কত রাত ।
অগভীর রাতে কিছু চিরচেনা স্বপ্নেরা
তবুও ভুল করে ডাকবোনা তোমায়
আমার দেওয়া পুরানো নামটি ধরে
এখনও সেই পুরানো জায়গায় রোজ বিকেলে বসি
সময় পেলে একদিন এসো
গল্প করা যাবে,বসে পাশাপাশি ৷
আজ আমার চোখে আসেনা ঘুম
দুচোখে অস্রু শুধু ঝরে
চোখ দুটি আজ বুজলে পরেই
তোমায় মনে পড়ে ।
যতোই তুষার ঝরে পড়ুক
ঢেকে যাক সব কিছু শুভ্রতায়,
শিউলি শুকিয়ে পড়ে থাক ধূলিতে,
শিশির বিন্দুগুলো গলে মিশে যাক মাটিতে,
তবু, তোমাকে আমি খুজি ফিরি তাদের মাঝে
শুধু পেতে স্বগীর্য় ভাবি আমি একলা বসে
বসন্তের আগুন রাঙা ফুলের মঞ্জরীতে
চাতকের মত তুমি শুধু খুজতে আমায়।
শিরায় শিরায় ধাবমান এক শীতল ফল্গুধারা
নিয়ে যেত স্বর্গরাজ্যে।
খালি পায়ে শিশির ছুঁয়ে তোমায় খুজি,
শিহরন বয়ে যায় আমার স্বত্তায়,
শিশিরের বিন্দু কণায় তোমাকে দেখতে চাই
সারাদিন গাছের ছায়ায় উদাসী দুপুর কেটেছে
যা শুনে ভেবেছি এসেছো
সে শুধু পাতারই আওয়াজ
যদি আমার হাতে রাখ হাত,
খালিপায়ে হেঁটে যাব
কাঁশফুলের পাশ ঘেঁষে
দিগন্ত ছোঁয়া নদীর তীর ধরে
বহুদূর; বহু ক্রোশ পথ।
সোনালি সূর্যের রোদেলা আলোয়
আমার পায়ে মাখা বালুকণা
হবে রূপালি নূপুর।
আসবে তুমি ফিরে
তোমায় খুজে পাবোই আমি
কোটি মানুষের ভীরে ।