সেলিনা জাহান প্রিয়ার কবিতা: অপেক্ষার হাজার বছর…
অপেক্ষার হাজার বছর
সেলিনা জাহান প্রিয়া
ভুলে যাওয়া মনে তার নিত্য আসা-যাওয়া।
তারি মাঝে লুকিয়ে থাকে ব্যথা, বেদনা হৃদয়ের কথা
ব্যাকুলতা গভীর থেকে চোখ দিয়ে জল ঝরে অবলীলায়
জল ঝরে, পড়ে যায়, থেকে যায় ব্যথা, ব্যথাভরা মন মানুষের।
শুধু আসা আর যাওয়ার অপেক্ষা বেঁচে থাকে মানুষের মনে
অপেক্ষার প্রহর বড় যাতনাময় তার পরেও শুধু প্রতীক্ষা করি,
প্রহর গুনি দিনরাত এভাবেই এগিয়ে যায় জীবনের এ বেলা
জীবনের গতি এমনি করেই কেটে যায়,যাচ্ছে জোয়ারের বেলা।
কে পারে, কেমন করে নিমেষেই জীবন দিতে রয়ে রয়ে বেলায় বেলায়
জীবন তো বৃষ্টির জল নয়, নয় ঝরা পাতা, যেমন করে ইচ্ছে ঝরে যাক,
উড়ে যাক অবলীলায়, যেখানে খুশি, তার মতো করে দূর দিগন্তের মাঝে
প্রাণ জীবনের অস্তিত্বই তো , আমি তো আছি সেই আগের মতো অপেক্ষায়,
হঠাৎ কোনো রাত অথবা ঘুমহীন মাঝরাতে আচমকা জানালার দিকে
জোছনার বন্যায় ভাসি, অথবা পূর্ণিমার চাঁদের রোশনিতে স্বপ্নে বানেভাসি
ঝড় ওঠে মনে-প্রাণে ভেসে যেতে মন চায় কত দূর আর নিয়ে যাবে আমাকে,
কত দূর আর যাওয়া যাবে ভাসতে ভাসতে এভাবে অবলীলায় ভালোবাসে,
ভালোবাসার জন্য অপেক্ষা করে, অথবা ভালোবাসা তাকে ভাসাতে থাকে।
এই তো সেদিন এবড়োথেবড়ো গলির পথ ধরে জানালা খুলে একটু দেখা
বিনম্র লাজুকতায় মুখ তুলে দেখার চেষ্টা যার অপেক্ষায় ঘটেছে সর্বনাশ
দুচোখ চার চোখ হয়ে আটকে যায় চোখের মাঝে সেই আজন্ম ধরেই,
সত্যিই কি চলে যাবে? যেতে হবে?যাওয়া মানে তো ফিরে আসা নয় ,
এভাবে কতটা সময় থাকা যায়, তবে একি ছিল বিদায়ের সম্ভাষণ ।
অমীমাংসিত প্রশ্নগুলো মীমাংসার পথ খুঁজে পায় না। প্রশ্নে ভরা জীবন,
সমাধান না পেয়ে নতুন প্রশ্নকে যদি এড়াতে চায়, তবে কার কী তাতে,
কী আসে যায়? সেদিনের মতো, সেই ঠায় দাঁড়িয়ে থাকা আজ অবধি
অপেক্ষায় আজও দাঁড়িয়ে মাঝখানে শুধু পাল্টেছে স্থান,কাল সীমানা,
এখানে এখনো সকাল হয়, আগের মতোই। জীবন চলে জীবনের মতো ।
অপেক্ষারও তো শেষ থাকে ,কে অপেক্ষায় পার করবে সোনালি সময়,
ভালোবাসা, ভালো লাগা মানে তো কিছু স্মৃতি, গল্প অথবা কাব্য,কবিতা,
মুছে গেছে সব পুরোনো স্মৃতি, পায়ের চিহ্ন, পেনসিলে আঁকা তোমার ছবি
স্বাভাবিক নিয়মে কেউ হয়তো আজও কারো জন্য দাঁড়িয়ে হাজার বছর ধরে।