সেলিনা জাহান প্রিয়া’র কবিতা-অবুঝ
অবুঝ
সেলিনা জাহান প্রিয়া
দুপুরটাকে তুমি এলোমেলো করে দিয়েছ
নিঃশব্দ, নিরবতা অযথা অর্থহীন কথা ।
মেঘের সাথে চাঁদের মত তোমার সব কথা
আমার সন্ধ্যাটাকে তুমি অগোছালো করেছ !
আমি চেয়েছিলাম অরণ্য হতে ,ঘাসফুল হতে
বৃষ্টিস্নাত কর্দমাক্ত মাটির মাঝে হেঁটে হেঁটে
সন্ধ্যাবেলায় গোলাপি আভায় হারিয়ে যেতে।
নীরবে ব্যথিত করে হৃদয়ে মম যত কথা হায়
বুঝিয়া মম চিত্ত ভান ধরিয়া থাকে সেই মোহ
বলিতে গিয়া বারবার হোঁচট খেয়ে যায় হৃদয়
বলিতে গিয়াও বলিতে পারি না বেলা যে শেষ ।
শরতের কাশবনে শুভ্রতার তুমি প্লাবন হয়ে যাও
বাতাসেতে দোল খেলে জীবনের এলোমেলো ভাব
লাল করবী, স্বর্ণালী সন্ধ্যার বর্ণালী মনের ছুঁয়া
তনূ, মন আমার বিমোহিত, রূপোলী কল্পনায়
হাসি দেখে মনে হয়,রূপোলী চাঁদ তোমার কথা ।
চেয়ে দেখো, মেঘের আড়ালে মেঘ রোদ খেলে
হাসছে কি অদ্ভুত হাসি, এটাই যেন জিবন ছবি
ও তোমার জন্য হয় আজীবন এক অদ্ভুত মায়া
গর্জন করা হিঙুল মেঘের আড়ালে তার সূর্য ।
ভয় নেই নীলাম্বরীর নীলাভ হারাবার নয় পথে
কারণ সে জানে, তার নীল রঙ মেঘ না রোদ
অদ্ভুত তুমি, অদ্ভুত তুমি আজ আমি মাতঙ্গ হয়ে
হাসতে পারলে, তুমি ও হেসে যাও সেই সুর তুলে
আড়ালে চোখর দৃষ্টিহীন কেন অশ্রু বিসর্জন ?
হয়তো একেই বলে! প্রেমেই জিবন সংগীত ।
সুমেরু-কুমেরু, অক্ষাংশ আর দ্রাঘিমাংশের পথে
অহ জীবন! তোমার হাতের ছুঁয়া সর্বনাশা প্রেম ।
দারুন অনুভবের অসাধারন লিখনি।