সেলিনা জাহান প্রিয়ার কবিতা- অবুঝ মন
অবুঝ মন
———- সেলিনা জাহান প্রিয়া
আমার মেঘলা আকাশে তোমার রোদ কেন আসে
আমার একলা জীবনে তোমার ছায়া কেন ভাসে
আমি তো বাসিনী ভালো কোন কালে তোমাকে
তবে আমার মনে কেন তোমার নামে বৃষ্টি ঝরে !!
আমি তো দেখেনি তোমায় আমায় পিছু ডাকতে
তবে তুমি কেন সামনে দিয়ে গেলে পিছন ফিরে দেখি
আমার মতো কি তোমার ও মনে এমন কিছু হয় না কি ?
নাকি সবেই আমার মেঘলা আকাশের মেঘ ছুটাছুটি !
আমি তো চাই না তোমায় ভালবাসতে এই জীবনে
তবু কেন মন বার বার পিছু ফিরে দেখে তোমাকে
কেন দেখা হয় বার বার আসা যাওয়ার বাকা পথে
নাকি আমায় দেখার ছলনায় আসো ফিরে এ পথে ।
আমার মেঘলা আকাশে কত মেঘ তুমি যদি জানতে
আমার মনে আকাশে তুমি বাদল হয়ে শুধু ছুটতে
আমার নিশি রজনী যদি তুমি দেখতে চেয়ে চেয়ে
এই বর্ষার বাঁধ ভাঙা শ্রাবণে তুমি শুধু ভিজতে ।
আমারো পথেরো আছে তোমার পথ চাওয়ার ক্লান্তি
তুমি না আসিলে সেই পথ হয়ে যায় মোর অশান্তি
আমি তো ভালবাসিনি তোমাকে কোন দিবা রজনী
তবে তোমার আসার পথে আমার মনে কেন মায়া ঝরে ।।