অবৈধ পলিথিন ফ্যাক্টরীতে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায়।
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
১৬ মার্চ ২০১৯ তারিখ ১২.০০ ঘটিকার সময় র্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের একটি আভিযানিক দল সার্জেন্ট মোঃ জামাল হোসেন এর নেতৃত্ত্বে জনাব আহাম্মদ হোসেন ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট পাবনা এর উপস্থিতিতে পাবনা জেলার ঈশ্বরদী থানার মধ্য অরণখোলা এলাকায় অবৈধ পলিথিনের ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করে “মেসার্স লতিফ ট্রের্ডস মধ্য অরণখোলা, ঈাশ্বরদী পাবনা’’ এর অবৈধ পলিথিন ফ্যাক্টরীতে মালিকঃ মোঃ শফিকুল আলম (৩২), পিতা- মোঃ জামাল উদ্দিন, সাং-ভেলুপাড়া, থানা-ঈাশ্বরদী, জেলা- পাবনা কে (বাঃ পঃ সং আইন-১৯৯৫ সংশোধিত -২০১০ এর ধারা-৬ ক তদন্ত ১৫ (১) এর ৪ (ক) ধারা মোতাবেক ২০,০০০/- (বিশ) হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।