অভাবের তাড়নায় গৃহবধুর আত্মহত্যা
এস কে রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
অভাবের তাড়নায় সঠিক চিকিৎসার ওষুধ কিনতে না পেরে নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে গৃহবধু শরিতোন বেগম।
ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের উত্তর ভেড়ভেড়ী গ্রামে।
মঙ্গলবার রাত দুইটার দিকে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে।
পুটিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , সে দীর্ঘদিন ধরে হাঁপানি ও পেটের ব্যাথায় ভুগছিল স্বামী প্রতিবন্ধি হওয়ায় তার চিকিৎসা করাতে পারেনি।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ বলেন, লাশ উদ্ধার করে নীলফামারী মর্গে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে থানায় ইউডি মামলা করা হয়েছে।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।