অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হলো

আজ ৬ ডিসেম্বর ২০২৪ তারিখ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি, ঢাকা বিভাগীয় কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ জাফর ইকবাল, সভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি, ঢাকা বিভাগীয় কমিটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানাব মোহাম্মদ আলী রেজা, বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগ, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল আজিজ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ঢাকা জেলা, জনাব মোঃ কামরুজ্জামান, সুপারিন্টেনডেন্ট, ঢাকা পিটিআই, ঢাকা, জনাব মোঃ আবদুল মতিন, সভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি, কেন্দ্রীয় কমিটি, জনাব মোঃ খায়ের আহমেদ মজুমদার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি, কেন্দ্রীয় কমিটি।

অনুষ্ঠান পরিচালনা করেন জনাব মোঃ গোলামুর রহমান, সহঃ সাধারণ সম্পাদক, বিভাগীয় কমিটি ঢাকা ও জনাব মোঃ সুমন, সাংগঠনিক সম্পাদক, বিভাগীয় কমিটি ঢাকা।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মোছাঃ রেহেনা খাতুন, সাধারণ সম্পাদক বিভাগীয় কমিটি ঢাকা এবং সম্মানিত অতিথিগণ, কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

শপথ বাক্য পাঠ করান জনাব আবদুল মতিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি, কেন্দ্রীয় কমিটি। ঢাকা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী সহ কেন্দ্রীয় কমিটি, বিভাগীয় কমিটি এবং জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!