অর্ণা জামানের পক্ষ থেকে নগরীর মসজিদে ও বিভিন্ন সড়কে মাস্ক বিতরণ
সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
রাজশাহী মহানগর ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ও বঙ্গবন্ধু ছাত্রফেডারশন রাজশাহী মহানগরের সভাপতি মোঃ তাসনীম জামানের উদ্যোগে নগরীতে মাস্ক বিতরণ করা হয়।
নগরীর হেতম খাঁ বড় মসজিদ, নেসকো অফিসের মসজিদ সহ আশেপাশের এলাকায় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচি তে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইউসুফ আলী আকাশ, বঙ্গবন্ধু ছাত্রফেডারশন রাজশাহী মহানগরের সহ-সভাপতি আমির হামজা, বঙ্গবন্ধু ছাত্রফেডারশন বোয়ালিয়া পশ্চিম শাখার সভাপতি সজিব ইমতিয়াজ, ১১ নং ওয়ার্ড ছাত্রলীগের কর্মী শুভ, সাফি, শোভন, নিশান, সজিব, সোহেল, সবুজ সহ আরো অনেকে।
করোনা ভাইরাস সংক্রমণের মাত্রা আবার বেড়ে যাওয়ার এই উদ্যোগ নেওয়া হয়, এই সময় মানুষকে আরো সচেতন হওয়ার আহবান জানানো হয়।