সেলিনা জাহান প্রিয়ার কবিতা-অসমাপ্ত বৃষ্টি !!

 

অসমাপ্ত বৃষ্টি !!
————— সেলিনা জাহান প্রিয়া
এই তুমি কি বাহিরের বৃষ্টি রিমঝিম রিমঝিম শব্দ শুনতে পাচ্ছ ?
ইস কথা শুনছ না কেন ? 
আমি কাকে বলছি এই বৃষ্টির গল্প?
আমার খুব মনে আছে বৃষ্টি আর তুমি যেন সেই বাঁশীর সুর
বৃষ্টি মানে তুমি ভিজবেই সাথে আমি !!
এই তুমি কি শুনছ / আমি তোমাকে বলছি
বাহিরে ধমকা হওয়া আর বৃষ্টি !! এই শুনছ তুমি ?
আমি তোমাকে আর বলব না ! এত রাতে ভেজার সখ নেই
একটু বৃষ্টির কথা বলতেই যে চিৎকার করত ! আজ বড় দাম
আমি শুধু চুপ করে চলে যাব মাঝ উঠানে ! এই শুনছ তুমি
আমার কিন্তু সব মনে আছে ! সব কিছু কিন্তু বলে দিব আজ
এই বৃষ্টি এই বছরে প্রথম এই ইট পাথরের শহরে ১ এই শুনছ তুমি ?
এক বৃষ্টির সন্ধ্যায় জরাক্রান্ত হয়ে
তুমি আমার সাথে দেখা করেছিলে।
আর আমি মায়ের চোখ ফাকি দিয়ে ! সেই উঠানে দাঁড়িয়ে
জাম গাছটার তলে নারিকেল গাছের পাশে , লাল ছাতা হাতে
ঝুম ঝুম বৃষ্টিতে তোমায় দেখছিলাম।
দোষটি কিন্তু তোমারি ছিল ! ছাতা দিলে ফেলে
আমার ও খুব ভিজতে ইচ্ছা হয়েছিল তোমার সাথে ।
কিন্তু তুমিই বল আমি যদি সেইদিন
এই বৃষ্টিতে না ভিজতাম তাহলে এমন কঠিন জ্বর কি বুঝতাম ?
তুমি না ভিজলে আমাকে কে ভিজায় সাধ্য কার শুনি ?
তাহলে কি আজ আমার ওই স্মৃতিটা মনে পড়ত, বল?
বাইরে বৃষ্টি হচ্ছে আর তোমাকে আমার খুব মনে পরছে
মনটা বড় চাইছে তোমার সাথে কথা বলতে
কিন্তু তোমার কত কাজ । কত বারং ! এই শুনছ
কি আমার কথা ভাল লাগছে না আর ?
বউয়ের ছেয়ে প্রেমিকা ছিলাম তাই ভাল ! এই শুনছ
শুধু হউ হ্যাঁ হে কেন করছ ! না কি ফোনে বিরক্ত বলত ?
বৃষ্টি হলেই একটা রিক্সা কত গল্প আর কাক ভেজা হওয়া
এই তুমি কি দেখছ এই বুঝি বৃষ্টিটা আরও বাড়িছে ,
আর কত রোমান্টিক করছে আমার মন তোমার জন্য ?
কিন্তু বিশ্বাস কর সত্যি আমি জানি না আজ কেন
আমায় বৃষ্টি এত তাড়িত করছে তোমার জন্য?
এই বৃষ্টির শব্দ আজ তোমায়
আমার অনেক মনে করিয়ে দিচ্ছে, ভীষণ!
আর প্রতি মুহূর্তে চাইছে আমি যেন তোমায় ফোন দিই
কিন্তু আমি যে খুব বেশি বকবক করি ! জানি তোমার
এই বৃষ্টির মধ্যে আমার কথা তোমার খুব শুনতে কষ্ট হচ্ছে ।
থাক না আজকে আমার এই অনুভুতিগুলোর
সাক্ষী এই বৃষ্টিই হয়ে থাক কিছু কথা ফোনে ফোনে।
খুব ইচ্ছে হচ্ছে এই বৃষ্টিতে ভিজতে কিন্তু তুমি ছাড়া না।
তোমায় নিয়ে ভিজতে, মনটা এত চাইছে……
তবে আজ আমি তোমায় বলছি,
আমার মনে হয় আমরা আবার বৃষ্টিতে ভিজব…
তুমি জান কাজ কর!আমি ফোনটা রাখছি ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!