সেলিনা জাহান প্রিয়ার কবিতাঃ- অস্তিত্বের -প্রতিফলন
অস্তিত্বের -প্রতিফলন
সেলিনা জাহান প্রিয়া
সকালের মিঠে রোদে ঘুম ভাঙ্গে মনের জানালার আলো জ্বেলে
উড়ে যায় ঝাঁকে ঝাঁকে কত স্বপ্ন গত রাতের ক্লান্তির ঘুমে থেকে!
অসীম আকাশের বুকে ভেসে থাকে চাতক নয়ন কিছু কিছু স্বপ্ন
ভালবাসা বর্ণময় সকালের মিঠে রোদে কবিতা হয়ে জেগে উঠে
যে খানেই আমার কবিতা জুই কেয়া বেলি বকুলের সুবাস ছড়ায়।
সে খানের হাওয়ায় ভাসে মনের ক্যানভাসের ঘুমন্ত আভা…
যে খানেই আমার কবিতা লিখে রাখে মেঘ বৃষ্টির কথা
যেখানে শিশির ভেজা সোনালী সকাল,আলস্য দুপুর আর
পড়ন্ত বিকেলের গোধূলী লগ্নের রাখালের পাগল করা সুখ
সেখানেই আমার কবিতা লিখে যায় রাতের তারাদের কথা
এখানে স্বাধীনভাবে বেঁচে থাকে বঞ্চনা আর দারিদ্র্যের মাঝে
সেখানেই আমার কবিতার কোন মুল্য নেই পাঠকের হৃদয়ে।
দূরবীনে দিয়ে দেখা স্বর্গ বুঝতে পারে না বেকার যুবকের মন
বিশ্ব ব্রক্ষ্মান্ডের রহস্যের জালে জড়ানো অসমাপ্ত কবিতা
হাত পাতে দাঁরে দাঁরে ফুটপাতে পথ শিশুর জীবন চক্রে!!
সেখানেই আমার কবিতা কথা বলতে জানে না, বধির অন্ধ
যেখানে মেঘলা রাতের আকাশে জোস্নাহীন অন্ধকারে আলো খুঁজি!!
জোনাকিরা পথ হারায় ডাহুক ডাকে চাঁদহীন অন্ধকারে হয়ত!
কুয়াশার চাঁদরে ধোঁয়াশার আবেশে হারিয়ে যায় কত কবিতা
হার কাঁপানো কনকনে শীতে ঝরে পড়া রুক্ষ-শুকনো-পাতা…
সেখানেই আমার কবিতা জীবনের কথা বলিতে পারে না
আর অধিকার লিখা কবিতা তালা বন্ধ গন তন্ত্রের মহলে
আমার কবিতার প্রতিটি বর্ণে-শব্দে-বাক্যে চিৎকার করে স্বাধিকারের
প্রতিধ্বনি তে ই গর্জে ওঠে বজ্র কণ্ঠে কবিতা কে বাচতে দাও
পুরো কবিতা জুড়ে লিখা আছে রাজ পথের রক্তের দাগ কেন?
প্রতিটি কবিতাই তোমার উপস্থিথ জনতার
আমার কবিতার রাজ পথে আলো জ্বেলে করে কারো জন্য অপেক্ষা ………