ছাত্রলীগের কাছে অস্ত্র প্রশিক্ষণ নেওয়া ব্যক্তি এখন ঢাবির শিক্ষক
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের নেতার কাছ থেকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেওয়ার অভিযোগ রয়েছে এমন একজনকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
অভিযুক্ত মতিয়ার রহমান ঢাবির পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন।
২০১৪ সালে অস্ত্র প্রশিক্ষণের ছবিটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। মতিয়ার তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষক ছিলেন। ছবিটিতে ইবি ক্যাম্পাসের মফিজ লেকের পাশে তাকে পিস্তলের নিশানা ঠিক করতে দেখা যায়।
মতিয়ারের পাশে সজিবুল ইসলাম সজিব ও সালাউদ্দিন আহমেদ নামের ছাত্রলীগের দুজনকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। তারা অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন। এদের মধ্যে সজিব ইবি শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আর সালাউদ্দিন তার সহযোগী।
২০১৩ সালের ৭ সেপ্টেম্বরের আরেকটি ছবিতে ইবি ক্যাম্পাসে একটি মারামারির ঘটনায় সজীবকে গুলি করতে দেখা যায়।
অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর ইবি কর্তৃপক্ষ সজীব ও সালাউদ্দিনের ছাত্রত্ব বাতিল করে।