সেলিনা জাহান প্রিয়ার ধারাবাহিক গল্প – অ-মানব-দ্বিতীয় পর্ব

 

অ-মানব-দ্বিতীয় পর্ব

———————-সেলিনা জাহান প্রিয়া

সামছু পুলিশ কে একটা গাড়ি তাঁর বাসায় নামিয়ে দিয়ে গেল ।
ঘরে আশা মাত্র তাঁর স্ত্রী আলেয়া বেগম এসে বলল
— কি গো তোমার কে এত বড় গাড়ি নামিয়ে দিয়ে গেল । ড্রাইভার সালাম দিল ।
ঘটনা কি? আমি কিন্তু জানালা দিয়ে দেখছি ।।
— আরে তেমন কিছু না। যেই কাজে গিয়েছিলাম তাতে ১২০ টাকা লস ।
— জিবনে প্রথম থেকে যদি তুমি এমন হিসাব করতে তাহালে আজ একটু ভাল থাকতে
তোমার দুই ভাই এখন বাড়ি কিনছে । আর তুমি চাকুরি শেষ করে কি যে টাকা
পাইবা ।
— থাম তো আলেয়া সব সময় আমার ভাই বোন নিয়া কথা বলবা না। আমার
কাজ আমি করেছি । তারা যদি আমাকে না করে সেটা তাদের ব্যাপার ।
— হ উচিৎ কথা বললে বউ ভাল না। তা ছেলে রেজাল্ট দিলে যে কলেজে ভর্তি টাকা
টাকার জন্য তো আবার আমার ভাইদের কাছে হাত পাতবে ।
— আলিয়া তুমি নিজেও খুব অসুস্থ । তোমার অপারেসান আগে করাব ।
— সেই তো আমার ভাইদের কাছে হাত পাততে হবে ।।
— না আমি আর কারো কাছে হাত পাতবো না। চিন্তা করছি আমার অফিস থেকে
ফাণ্ড থেকে টাকা তুলে নেব ।
এই হল সামছু পুলিশের সংসার । স্বামী স্ত্রী সারা ঝগড়া বেশী করে কিন্তু দু জন দুজন কে ভাল বাসে বেশী ।। সামছু পুলিশ থানায় আসছে বিকালে ।। ওসি সাব তাকে তাঁর রুমে ডেকেছে । সামছু পুলিশ ছালাম দিয়ে ওসি সাবের সামনে দারায় ।
— মিঃ সামছু আপনি নাকি একটা মানি ব্যাগ পেয়েছেন রাতে ।
— না স্যার আমি পাই নাই । এস এই রফিক স্যার ফেলে দিয়েছিল । আমি সেটা নেই ।
— তা মানি ব্যাগটা কোথায় ?
— স্যার যার ব্যাগ তাকে দিয়ে এসেছি ।
— কিন্তু এটা তো থানায় জমা দেয়া উচিৎ ছিল ।
— জি স্যার । দেয়া উচিৎ ছিল ।।
— তা সামছু কত টাকা পেলেন ব্যাগে ।
— স্যার আমি ভাগে ১৮০ টাকা পাই ।
— ভাল একজন পকেট মারল । আপনারা ভাগাভাগি ।। যাই হোক রাতে আজ আপনার একটা কাজ
আছে । আমাকে না বলে কোথাও যাবেন না।
সামছু পুলিশ সালাম দিয়ে ওসি সাবের রুম থেকে বের হয়ে মনে মনে বলতে লাগলো । বেশী টাকা হলে না জানি স্যার আজ কি বলত । পুলিশে চাকুরি কেউ কাউকে বিশ্বাস করে না। থানায় কত মানুষ আসে কত মানুষ যায় । যার জ্ঞান বেশী সেই মাল কামায় ।
সন্ধ্যা ৭ টা সামছু পুলিশ দেখে রাতের সেই পাগল টা কে এক দারগা ধরে নিয়ে এসেছে ।। সামছু দেখল
পাগল চুপ করে আছে । অনেক শীত । কিন্তু সে চিন্তা মুক্ত ভাবে আছে । সামছুর পুলিশ ভাল করে দেখল
সুক্কুর দারাগা ধরেছে । সামছু জানে ঐ দারগার ব্যভার ভাল না। লকাপে ভিতেরে নিতে রাখলও ।
সামছু পুলিশ সুজা ওসি স্যারের রুমে গিয়ে বলল
– -স্যার থানা কি পাবনা হয়ে গেল
— ওসি কেন ? পাবনা হবে কেন ।
— এই যে স্যার দেখুন গত রাতে একটা ভাল পাগলের সাথে দেখা । খুবেই অন্য রকম পাগল । এখন
দেখি সুক্কুর স্যার তাকে ধরে আনছে । লোক টা পাগল কিন্তু জ্ঞানী ।
— ওসি সাব একটু হেসে বলল সামছু তুমি একজন ভাল মানুষ । পাগল কি আবার ভাল হয় ।
— হয় স্যার ভাল হয় । তাঁর শীত গরম নাই । এই যে স্যার আমাদের কত শীত কিন্তু সে খালি পায়ে
একটা পাতলা জামা পড়ে থাকে । তাঁর কথা সুনলে মন ভড়ে যায় । রাতে যে ভাগে ১৮০ টাকা পেলাম
টা থেকে তাকে পঞ্চাশ টাকা খাইয়ে দিলাম ।
— সামছু তুমি বলেছ যে ও ভাল পাগল । কিন্তু শীত গরম তাঁর কাছে সমান । আচ্ছা দেখি কোন পাগল।
এই সুক্কুর সাহেব কে ডাকেন তো ।
সুক্কুর সাহেব সালাম দিয়ে বলল স্যার ডেকেছেন ।
— হ্যা ডেকেছি । কোন পাগল কে ধরেছেন । কি বিষয় ।
— স্যার ধরেছি ঠিক আছে । লোক টা মতলব বাজ ।
— কি করে বুঝলেন যে মতলব বাজ ।
— স্যার রাস্তার মাঝ খানে দাড়িয়ে জ্যাম লাগিয়ে রেখেছে । আমি অনেক বার তাকে সরতে বলি সরে
না। পড়ে আমি জোর করে গাড়িতে তুলি । গাড়িতে তুলার পড় বলে । বলে যা হবার তা হবে আমি
বাধা দেয়ার কে ।
— কোন এলাকা থেকে ধরলেন ।
— মগ বাজার মোর থেকে ।। এই তো স্যার ১০ মিনিট আগে । ঐ এলাকায় আমার ডিউটি । ঐ পাগল বেটা রাস্তা জ্যাম লাগাইতেছিল তাই ধরে থানার লকাপে রেখে গেলাম ।।
— আচ্ছা অকে নিয়ে আসেন । এর মধ্য ওয়্যারলেস বার্তা এলো ওসি কাছে মগ বাজার রেল গেইটে ট্রেনের সাথে যাত্রী বাসে ধাক্কা বেশ কিছু মানুষ এই মাত্র মারা গেল । টেলিভিশনে দেখাছে । ওসি সাহেব
চিৎকার দিয়ে বলল অহ আল্লাহ্‌ সুক্কুর সাহেব আপনার ডিউটি এলাকায় দুর্ঘটনা । আপনাকে ডিউটি রেখে কে আসতে বলল পাগল ধরে ।।
সামছু পুলিশ বলল – স্যার দেখলেন তো পাগল জানতো ঐ খানে কিছু হবে। ওসি সাহেব অবাক হয়ে বলল
কার মধ্য কি আছে আল্লাহ্‌ জানে । কিন্তু সুক্কুর দারগা তাঁর ডিউটি ফেলে আশা উচিৎ হয় নাই । যাই হোক সামছু এই নাও কিছু টাকা ঐ পাগল কে ভাল কিছু খাবার এনে দাও । আমি দুর্ঘটনা পরিদর্শন করে
ওর সাথে দেখা করবো । লকাপ থেকে বের করে ওকে আমার পাসের রুমে বসাও ।।
সামছু পুলিশ লকাপের সামনে গিয়ে পাগল ভাই আসেন বাহিরে ।লকাপ থেকে বের করে ওসি সাহেবের পাসের রুমে নিয়ে যায় । সব অন্য পুলিশ এই মানুষ টার দিকে চেয়ে দেখছে । খুব শান্ত ভাবে হেটে গিয়ে
একটা চেয়ারে বসে দেয়ালের টিকটিকির দিকে তাকিয়ে বলল – আমি ভাল আছি তুই যা । বাহ টিকটিকি চলে গেল । একজন পুলিশ হেসে বলল সামছু তুমি পাগল হবে কবে ।। সামছু কিছু বলতে চাইলে পাগল লোকটা বলে পুলিশ ভাই তারাই বলে বেশী যারা জানে কম । অনেকেই পাগল কে দেখছে । এর মধ্য বেশ ভাল খাবার চলে আসলো । কারন সে এখন ওসি সাহেবের মেহেমান । সামছু পুলিশ বলল
— পাগল ভাই আমি কিন্তু মানি ব্যাগটা ফিরত দিয়ে আসছি । ভদ্র লোক কফি খাইয়লেন । নিজের
গাড়ি দিয়ে বাসা পর্যন্ত পৌঁছে দিলেন ।
— পাগল বলল পুলিশ ভাই কেবল গাছ লাগালেন । ফল আসতে তো একটু সময় নিবে ।
— পাগল ভাই আপনার সাথে কি সুক্কুর স্যার কোন খারাপ আচারন করেছে ।
— পাগল হাসিয়া কইলো , পুলিশ ভাই জলন্ত কয়লা হাতে নিলে হাত পুড়ে এর শীতল অবস্তায় নিলে হাত
কালো করে । আমি মানুষ হলে ব্যবহারের কথা চিন্তা করিতাম । যে হেতু আমি প্রানি আর প্রানিদের
সাথে কেউ ভাল ব্যবহার করে না । মানুষ যে গাছের ছায়ায় বসে সুযোগ পেলে সেই গাছের ডাল
ভাঙ্গে ।

চলমান—————————–

 

অ-মানব-প্রথম পর্ব

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!