শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলাকালীন আকস্মিক শুয়ে পড়লেন আম্পায়ারসহ সব খেলোয়াড়
দর্শকদের অনেকেই ভিমড়ি খেয়েছেন, কেউ কেউ আশঙ্কা করেছেন কোন বিপদের। কিন্তু কয়েক সেকেন্ড পর টিভি ক্যামেরায় ধরা পড়লো আসল কারণ। মাঠে উড়ছে ঝাঁকে ঝাঁকে মৌমাছি। আর এদের হাত থেকে বাঁচতেই মাটিতে শুয়ে পড়েছেন সবাই।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে গতকাল শনিবার স্বাগতিক দলের সাথে শ্রীলঙ্কার তৃতীয় একদিনের ম্যাচে ঘটেছে এই ঘটনা।
টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার ইনিংসের পঁচিশতম ওভারে মাঠে হানা দেয় মৌমাছির ঝাঁক। নিরাপত্তা কর্মীরা অগ্নি নির্বাপন স্প্রের সহায়তায় মৌমাছি তাড়ানোর চেষ্টা করেছেন। প্রায় বিশ মিনিট পর খেলা শুরু হয়েও আবার দেখা দেয় মৌমাছি। আবারও মাঠ ছেড়ে যায় ব্যাটসম্যানরা। কতক্ষণ পর মৌমাছিরা চলে গেলে পুনরায় খেলা শুরু হয়। খেলোয়াড় ও আম্পায়ার কাউকে কামড় দেয়নি মৌমাছির দল।