এম এস ইসলাম আকাশ এর কবিতা-মা
মা
—–এম এস ইসলাম আকাশ
হারানোর বেদনায় মুষরে পড়ে মন
ছিলে যখন বুঝিনি তখন
কি সম্পদ হারিয়েছি আমি
যে ছিল এ পৃথিবীর সবচেয়ে মূল্যবান
সবচেয়ে দামী।
অবহেলায় অবেলায়
বিষাক্ত মন গতি হারায়
বুঝে না সে বক্ষ জুড়ে কে
কার জন্য আজি পৃথিবীর প্রভাত দেখি
কার জন্য আজি নতুন স্বপ্ন আঁকি।
সাময়িক সুখে
ভুলে যাই সব চক্ষু রাখি ঢেকে
যে আমার চিরন্তন সুখের আঁধারে
আলো
ভুলে যাই সব বুঝিনা মন্দ আর ভালো।
যখন সে থাকে সব ব্যাথা রাখে ঢেকে
সন্তান বাৎসল্যে সে ভুখা নাঙ্গা থাকে,
সন্তানের সুখে ভুলে যায় ভূত ভবিষ্যৎ
কষ্টের নীলিমায় ধুয়ে দেয় সব ক্ষত।