নিয়াজ উদ্দিন সুমন এর কবিতা-আগমন
আগমন
নিয়াজ উদ্দিন সুমন
গাছের ডালে কোকিল ডাকে
আম-মুকুলের বৈশাখে
বাগানজুড়ে ফুল ফুটেছে
প্রজাপ্রতির আলতো ছোঁয়াতে।
নীল আকাশে উড়ে বেড়ায়
নানান রঙের ঘুড়ি
উতলা আমার মন চাই
পাখির মতো ডানা মেলে উড়ি।
আশেপাশে খুশরি আমজে
কাল বসবে মাঠে মেলা
সাজ-সজ্জ্বায় ব্যস্ত খুব
শিল্পীরা আজ সারাবেলা।