আজান ও ওয়াজে মাইক ব্যবহার পরিবেশ ধ্বংশ করে! – জাসদ নেতা
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
“যা পরিবেশ ধ্বংশ করে, তা কখনও ইসলাম হতে পারে না। যেমন, আজান ও ওয়াজে মাইক ব্যবহার।” “অমুসলমানরা বিজ্ঞান আবিষ্কার করে, আর মুসলমানরা তা ব্যবহার করে। আর মুসলমানরা বলে কুরআন হল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিজ্ঞান, কুরআন হল পূণাঙ্গ জীবন ব্যবস্থা, কুরআন হল সংবিধান। এটা শুধু হাশ্যকরই নয়, বরং তামাশাও বটে। কারন, বর্তমান প্রথিবীতে অমুসলমানরাই বিজ্ঞানের সকল শাখা দখল করে আছে, যারা জীবনে কখনও কুরআন স্পর্শ করে দেখে নাই।” এই লেখাগুলো লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, ঢাকা মহানগর পশ্চিমের সমর্থনকারী Abdullah Shikder নামের এই নেতা।
তার ফেসবুকে মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়ে এই স্ট্যাটাস দেয়ার পর পরই বিভিন্ন ধরণের কমেন্ট করেন তার বন্ধুরা। নিচে কাগজ২৪ পাঠকদের জন্য সেই ফেসবুক স্ট্যাটাস গুলো হুবহু দেয়া হল-
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।