কাকুলি জাহাঙ্গীর এর কবিতা- আজ কাল সাধীনতা
আজ কাল সাধীনতা
——————- কাকুলি জাহাঙ্গীর
ডাক দিয়ে কয়
আয় ছুটে আয়।
দৌড়ে গেলাম
যা ছিল গায়।
আমরা কি ভাই, মুক্তিযোদ্ধা।
পাবো কি ভাই, সাধীণতা।
আমার মা যে একলা ঘরে,
দেশমাতা যে ধুখছে মরে।
শুধাইলাম, কেনরে ভাই
ভিনদেশী পোকা, চিনতে না পাই।
কূঁড়ে খাবে আমার ভূমি
কেড়ে নিবে জন্মভূমি।
দিবনা ভাই ফিরে যেতে
একেক করে রাখব পূতে।
তুমি আমি এক ছিলাম কাল।
যুদ্ধকরলাম হাত রেখে হাত।
আজকে মোদের একি তফাৎ,
তোমার বাড়ি দালান কোঠা
আমার থালায় পানতা ভাত।