এম এস ইসলাম আকাশ এর কবিতা-আজ ব্যস্ত সবাই
আজ ব্যস্ত সবাই
—————এম এস ইসলাম আকাশ
আজ সবাই ব্যস্ত
মনে হয় ব্যস্ততার ট্যাবলেট খেয়েছে সবাই
বাড়ীর পাশে বাড়ী, ঘরের পর ঘর
কত কাছে তবুও কত পর।
আজ ব্যস্ত সবাই
মনে হয় সবাই দিকবিজয়ে ব্যস্ত সবাই
রাস্তায় চলতে গিয়ে মুখোমুখী
দৌড়ের উপর সবাই বাজায় ব্যস্ততার
ঠুগঠুগি।
আজ ব্যস্ত সবাই
কারো কারো মোবাইলটাও ব্যস্ত অতি
রিং বেজে চলে রিসিভের সময়ের
অভাব
শুধুই কি ব্যস্ততা নাকি দশাসই ভাব?
আজ ব্যস্ত সবাই
শুধু ব্যস্ততার সাথে আমার আড়াআড়ি
আমি আমার মতই আছি
ব্যস্ততারা আমায় দেখে হাসে মুছকি
হাসি।
আজ ব্যস্ত সবাই
সমাজ সংসারের যাতাকলে
এ যেন নিজের সাথে নিজের যুদ্ধ
ব্যস্ততার ভাবসমুদ্রে নিজেকে করতে
পরিশুদ্ধ।