শাহিন মামুন এর কবিতা- আঠারো বছর বয়স
আঠারো বছর বয়স
শাহিন মামুন
পৃথিবীর বুকে আঠারো আসুক বারবার নেমে
যতো জঞ্জাল আর যতো অনাচার
আজ নিয়ে যাক মুছে তুমি পৃথিবীর বুক থেকে।
যখনই হয়েছে পৃথিবরি বুকে ধর্ম কিংবা দেশ নিয়ে
যতো যুদ্ধ-বিদ্রোহ আর ফিৎনা ফ্যাসাদ
আঠারো বছর বয়স যেনো দিয়েছে হাত বাড়িয়ে তখনই বারবার।
বিদ্রোহী নজরুল আঠারোতেই দেখিয়েছেন
আঠারো বছর বয়স নয় কোনো জঞ্জাল-কাপুরুষ ভীরু তার।
আঠারো মানেই কন্ঠে সদা বিদ্রোহের সুর
বলবীর!বল উন্নত মম শির।
আঠারো মানেই যেনো এক পরাধীনতার শৃঙ্খল ভাঙ্গা
অকুতোভয় দূর্বার সেনানী।
আঠারো মানে রণাঙ্গানের বিদ্রোহী নজরুলের
একজন বাউন্ডেলের আতœকাহিনী।
আঠারো মানে কবি হেলাল হাফিজের
যৌবন ভরা যুবকের মিছিলের স্লোগান-
আঠারো মানেই যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার।
আঠারো মানে পদ্মা-মেঘনা-যমুনা নামের খরস্্েরাতা নদী,
আঠারো মানেই উত্তাল সাগরের বুকের উর্মিমালার রাশি।
আঠারো মানেই সূয্যের ন্যায় সদা তেজী আর রক্ত টগবগ,
আঠারো মানেই জ্বলেপুড়ে হবো ছাই বারবার
তবুও সত্যের কাছে আপোসহীন কভু মাথা নোয়াবার নয়।
আঠারো মানেই পৃথিবীর বুকে দেখি যেনো সদা
বিদ্রোহের দুই অগ্নিপুরুষ নজরুল-সুকান্তের ছায়া।
তাই পৃথিবীর বুকে আঠারো আসুক বারবার নেমে
যতো জঞ্জাল আর যতো অনাচার
আজ নিয়ে যাক মুছে তুমি পৃথিবীর বুক থেকে।
অতপর আঠারো থাকুক বেঁচে তুমি পৃথিবীর বুকে
যুগের পর যুগ আর সহ¯্র বছর ধরে
আঠারো বছর হয়ে চির যৌবনের মাঝে।