রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পের ভেতরে অবস্থিত র্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম সংবাদমাধ্যমকে বলেছেন, ‘জুমার নামাজের আগে ২৫-৩০ বছর বয়সী এক যুবক ক্যাম্পের সামনে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়’’
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া সংবাদমাধ্যমকে একথা নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘আশকোনার হজ ক্যাম্পের ভেতরে স্থাপিত অস্থায়ী ক্যাম্পের ভেতরে বিস্ফোরণ হয়েছে। ভেতরে পুলিশকে অ্যালাও করা হচ্ছে না। যতদূর ধারণা করছি, আত্মঘাতী হামলা হয়েছে এবং হামলাকারী নিহত হয়েছে।’
প্রসঙ্গত, চট্টগ্রামের সীতাকুণ্ডের দুটি জঙ্গি আস্তানায় অভিযানের একদিন পর এ ঘটনা ঘটলো।