আপন জুয়েলার্সের মালিকের দেশে-বিদেশে থাকা সব ব্যাংক হিসাব চেয়ে চিঠি
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আপন জুয়েলার্সের লেনদেন স্বচ্ছ না থাকায় মালিক দিলদার আহমেদের দেশে-বিদেশে থাকা সকল ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের হিসাব চেয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান এ নির্দেশনা জারি করেন এবং বাংলাদেশ ব্যাংকে পাঠান।
ড. মঈনুল খান এ বিষয়ে সাংবাদিকদের বলেন, আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের লেনদেন স্বচ্ছ নয়। তার একাধিক অপরাধের বিষয়ে আমরা আগে থেকেই তদন্ত করছি। বাংলাদেশ ব্যাংক থেকে লেনদেনের হিসাব নিয়ে তিনি স্মাগলিং কিংবা মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত কি না এগুলো খুঁজে দেখা হবে।
তিনি আরো বলেন, আমাদের তদন্তে যদি দিলদার আহমেদের কোনো অনিয়ম ধরা পড়ে তবে তার বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।