আবার নির্বাচন চান ফখরুল
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
সংসদ ভেঙে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সংসদ বাতিল করে নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠনের আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের অধিকার আদায় করি।’ গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ভুয়া ভোটের সংসদ’-এর প্রতিবাদে বিএনপি আয়োজিত এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি জানান। বেলা ১১টায় মানববন্ধন শুরু হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির নেতা-কর্মীরা প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন। কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা অনুযায়ী নেতা-কর্মীরা সবাই ফুটপাথে দাঁড়িয়ে কর্মসূচি পালন করেন। এ সময় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মামলাসহ নানা কারণে মানববন্ধনে নেতা-কর্মীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। মির্জা ফখরুল বলেন, ‘আজকে একটি সংসদ বসতে চলেছে, যে সংসদ জনগণের কোনো প্রতিনিধিত্ব করে না। ৩০ ডিসেম্বর যে নির্বাচন হয়েছে তা ভোট ডাকাতির ভুয়া নির্বাচন। শুধু নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সম্পন্ন ভোট ডাকাতির নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করে আওয়ামী লীগ পার্লামেন্টে দখলদারি সরকার বসিয়েছে।’ তিনি বলেন, ‘আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছিলাম, নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচন দিয়ে জনগণের রায় নিয়ে সরকার গঠন করতে হবে। আজকে আবার সেই দাবির পুনরাবৃত্তি করছি। এ নির্বাচনকে বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচন দিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘২৯ তারিখ রাতে প্রশাসন, আওয়ামী বাহিনী ভোট ডাকাতি করেছে। এ দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। ৩০ তারিখ কোনো নির্বাচন হয়নি। এটি তথাকথিত সংসদ। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছি। ২৯ ডিসেম্বর ভোট ডাকাতি করে অলিখিত বাকশাল কায়েম করা হয়েছে দাবি করে ড. মোশাররফ বলেন, এ সরকার ও সংসদ আমরা মানি না। স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘নির্বাচন নিয়ে তথ্যভিত্তিক একটি শ্বেতপত্র বের করা হবে। এতে মানুষ দেখবে জনগণ ভোটাধিকার হারিয়েছে। এই নির্বাচনে ৫-৭ শতাংশ মানুষ ভোট দিতে পেরেছে। প্রশাসন-পুলিশ নির্বাচন করেছে, জনগণের কোনো সম্পৃক্ততা এতে ছিল না।’ বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তৃতা করেন- সেলিমা রহমান, আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শিরিন সুলতানা, বিলকিস জাহান শিরিন, হাবিবুল ইসলাম হাবিব, এ বি এম মোশাররফ হোসেন, মীর নেওয়াজ আলী, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, মোরতাজুল করিম বাদরু, নুরুল ইসলাম নয়ন, আকরামুল হাসান প্রমুখ বক্তব্য দেন।