সেলিনা জাহান প্রিয়ার কবিতা-আবীরে তুমি
আবীরে তুমি
—————সেলিনা জাহান প্রিয়া
ঝরা ফুলের গন্ধবিলাস রক্তিম সাঁজে গোধূলী বেলা
সৃষ্টির সৃষ্টি যার সৌভাগ্য ক্লান্তির পর টুকরো হাসি
এই দিন গুলো বড়ো প্রেমময় এই পৃথিবীর ভবিষ্যৎ
উবে যাওয়া স্নিগ্ধ বাতাস নির্লিপ্ত চাঁদ আকাশময়।
ছিন্ন গল্পের ভিন্ন ভিন্ন শিরোনাম আর চরিত্রগুলো
সাদা কাগজে বলপয়েন্টের অনুভূতিগুলো নিশ্চুপ
শুভ্র কাশবনের সাথে মেঘলা আকাশ খুব প্রিয় ছিল
প্রিয় ছিলো চোখেঁর উপর চুল, টোল পরা গাল।
এখনো তুমি মানে আমার বৃষ্টি বিলাসে মেতে উঠা
চায়ের কাপে ঝড় তোলা আড্ডায় মৌন একটা দিন,
জানালার পাশে সেভাবেই আছি: চেয়ে আছি ইচ্ছেই
বিশ্বাস করি বর্ষায় তোমার দেয়া কদম চুলের খোঁপায়।
গ্রীষ্মের কোনো ক্লান্ত প্রহরে তপ্ত মরুর শুন্য মরীচিকায়-
তৃষ্ণার্ত এ দেহে তুমি এক ফোটা জল স্নিগ্ধ শিশিরে
রক্তিম সূর্যের আবীরে- তুমি রাঙা মেঘ আমার আকাশে
তোমার স্পর্শে আমার হৃদয় শ্রাবণ হয়ে ভালবাসা ঝড়ে।
হৃদয়ের পরশে রং আঁকা ছবিগুলো তোলে হৃদয়ে স্পন্দন
শ্রাবণ সন্ধ্যায় ভরা বাদলে তোমার সিক্ত নিলীমায় দেখি
চন্দ্রিমা তুমি নয়নে আছো ধ্রুবতারা হয়ে আমার পাশে
দেখা হয় ক্ষনকালের পরে তবু মনে হয় কত কালের পরে।
এত প্রেম প্রিয়ো , এত মধুর গহন রোদেলা দহনে সমীরনো
যদি ভুলিয়া যাও, যদি সরিয়া যাও তবে কেন মিছে আশা
তবে কেন ভালবাসা তবে কেন প্রভাত প্রান্তরে ফিরে আসো
একরাশ শিউলি হাতে নগ্ন পায়ে প্রেম রাখিতে নয়নে নয়নে।