নূর কিবরিয়া (পলাশ) এর কবিতা- আমার বাংলা ভাষার রূপ
আমার বাংলা ভাষার রূপ
— নূর কিবরিয়া (পলাশ)
বাংলা আমার ভাষা –
আমার সংস্কৃতি , আমার ঐতিহ্য, আমার বিস্তৃতি।
বাংলা আমার সবুজ প্রকৃতি
আমার মায়ের মুখের কথা,
আমার ভালোবাসার একমাত্র সেতু বন্ধন
আমার অস্তিত্বের স্বীকৃতি।
বাংলা আমার প্রতি মুহূর্তের হাসি ক্রন্দন
আমার হৃদয়ের স্পন্দন,
আমার জীবন চরিত্র, আমার সময়ের আবেদন।
বাংলা আমার স্বপ্ন, আমার কল্পনা,
আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন
আমার সুর সঙ্গীত, আমার হৃদয়ের আলপনা।
বাংলা আমার মায়ের সন্তান
আমার গতিময় সকাল সন্ধ্যা,
বাংলা অস্ত যাওয়া সূর্যের মতো
টকটকে বর্ণের পলাশ- শিমুল,
বাংলা আমার প্রেমিকার খোঁপায় বাঁধা
সুগন্ধিময় রজনিগন্ধ্যা, হাছনা হেনা আর বকুল।