রুদ্র ম আল- আমিন এর কবিতা- ”আমার সাধীনতা কোথায় “
”আমার সাধীনতা কোথায় “
রুদ্র ম আল- আমিন
একটা নির্জন দুপুরে,,,
মাঠের ঘাস আর ঘাসফড়িঙ
কাঠের চশমা চোখে দিয়ে,,
উকি মেরে দেখছে তখুন।
সকাল বেলা মারিয়ে গেছে গোয়ালের গরু,
এখন দুপুর,পিঠ পুরে ছাই
মেরুদ্বয় আর সোজা নেই আমার।
সাধীনতার শিকলে বন্দি আমার দু পা,
চলন্ত ট্রেন আমাকে মাড়ায়,
ছাগলেরা হালচাষ করে,,,
আমাকে মুড়ো করে মাঠের গরু, মোষ,,
আমার পায়ে শিকল পরায়,,
উঠোনের ঘাস আমায় দেখে হাসে।
শ্রাবনের মেঘ গান গায়,,
পাখীরা যে যার ঘরে,
আমার কেন ঘর নেই।
তবে কি আমার কোন সাধীনতা নেই,,
নাকি ওরা রাখেনা, রাখবে না কোনদিন?