আমি কবি নই
আমি কবি নই
-এম এস ইসলাম আকাশ
আমি কবি নই
আমি কবিতা লিখতে জানিনা
পদ্ম গদ্যের বিভেদ বুঝিনা সুধী
বুঝিনা ছন্দ মাত্রার প্রয়োগবিধি।
আমি কবি নই
সময়টা আমায় বড্ড জ্বালায়
তাই লিখি তাহাদের কথা
কভু কি হয় কিছু
নাকি প্রকাশ পায় তাতে
আমার অন্তঃসারশূণ্যতা।
আমি কবি নই
তবুও লেখার প্রচেষ্টা অবিরত
কখনো প্রেম কখনো বিদ্রোহ
কখনো বা শুধুই বাতুলতা
কখনো সেথা কষ্টের আবহ।
আমি কবি নই
তবুও থাকতে চাই তাদের কাতারে
হয়তো হাবুডুবু খাই ভাবনার সাগরে
তবুও প্রচেষ্টা অবিরত আমায় নিঃশ্ব করে
বারেবারে ফিরিয়ে আনে তোমাদের দ্বারে।
আমি কবি নই
আমি তোমাদের সন্তান, ভাই,বন্ধু
কি লিখেছি তা নয়
কি লিখতে চেয়েছি বুঝে নিও সখা
সেটাই আমার পরম পাওয়া
তোমাদের কাছে এটুকুই আমার চাওয়া