জি.আর.হায়দার এর কবিতা-আমি খুঁজে বেড়াই
আমি খুঁজে বেড়াই
-জি.আর.হায়দার
আমি হন্য হয়ে খুঁজে বেড়াই
সেই বিবেক,
যে আজও অন্ধপথে চলতে শিখেনি।
আমি খুঁজে বেড়াই সেই মনবতা,
যে আজও মানুষের ব্যথায়, ব্যথিত হয়।
আমি খুঁজে বেড়াই সেই সমাজ,
যে সমাজে আজও নেশার ছায়া পড়েনি।
আমি আজও হন্য হয়ে খুজে বেড়াই,
একটি সুখের নীড়;
যেখানে ভালোবাসার কাব্যচয়নে
আচর দিয়ে যায় কবি……
আমি খুঁজে বেড়াই সেই শিল্পী,
যার তুলিতে অন্কিত হয়
ময়াবী সুখের মাধুরী……..