শাহিন মামুন এর কবিতা- আমি বিদ্রোহী নজরুল
আমি বিদ্রোহী নজরুল
-শাহিন মামুন
আমি আজ কোন কবি নই
নই কোন বক্তৃতা দানকারী
মিথ্যার স্বপ্ন বুনানো মিথ্যাবাদী নেতা।
আমি স্বাধীনতা পরবর্তী প্রজন্মের সন্তান
১৬ কোটি বাংলাদেশী বাঙালির প্রতিবাদী কন্ঠস্বর
যার মাঝে সদা বসতী বাঙ্গালির রক্ত
আর বাংলাদেশী জাতীয়তাবাদ।
আমি সদা জলন্ত আগ্নেয়গিরি আগুন
ভাসমান মাইন
আমি বীর! মম শির সদা উন্নত।
আমি বিদ্রোহী! আমি রণাঙ্গনের যোদ্ধা।
আমি বাবরী দুলানো মহান পুরুষ
সত্যের সাথে আপোষহীন
বিদ্রোহী ক্ষ্যাপা নজরুল।
আমি প্রতিবাদী শের ই বাংলা-সোহরাওয়ার্দী
আমি বিপ্লবী কন্ঠস্বর ভাসানী-মুজিব-জিয়া।
আমি বায়ান্নর ভাষা আন্দোলনের ফসল
সালাম-রফিক, জব্বারের আতœদানের ইতিহাস।
আমি শিল্পী হামিদুরের তৈরি চেতনার
সদা জাগ্রত স্মৃতির শহীদ মিনার।
আমি টাঙ্গাইলের কাগমারী সম্মেলনের মজলুমের কন্ঠস্বর
মাওলানা ভাসানীর আস্সালামু-আলাইকুম স্লোগান।
আমি পাকিস্তানের লাহোর সম্মেলনের
অধিকার আদায়ের প্রতিবাদী কন্ঠস্বর
শেখ মুজিবুর রহমানের ১৯৬৬ সালের ছয় দফা।
আমি ১৯৬৯ সালের ২৩শে ফেব্রুয়ারির
জেনারেল আয়ূইব খান বিরোধী গণ-অভ্যুত্থানের
ঢাকার রাজপথের লাখো জনতার শিছিলের স্লোগান
জেলের তালা ভাঙ্গবো, শেখ মুজিব কে আনবো।
আমি ১৯৭০ সালের পাকিস্তানের গণপরিষদ নির্বাচনের
শেখ মুজিবের নেতৃত্বাধীন আওয়ামীলীগের নৌকার বিজয়।
আমি ১৯৭১ সালের ৭ই মার্চের রেসকোর্স ময়দানের
বঙ্গবন্ধুর দেওয়া রক্তে আগুন জ্বলা
জ্বালাময়ী সেই ভাষণ
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম”।
আমি ১৯৭১ সালের উত্তাল মার্চের
চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রের
মহান স্বাধীনতার ঘোষক
ধানের শীষে মিশে থাকা
শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা।
আমি ত্রিশ লক্ষ শহীদের রক্ত
আর দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের দামে কেনা
সাতকোটি বাঙ্গালির স্বপ্নের স্বাধীনতা।
আমি শিল্পী কামরুল হাসানের রঙ তুলির আচর
বাংলাদেশের পরিচায়ক বাঙ্গালির প্রাণ
স্বাধীন বাংলাদেশের সবুজের বুকে লাল পতাকা।
আমি স্থপতি মঈনুল ইসলামের নকশায় অংকিত
স্বাধীনতার সাতটি ইতিহাসের সাক্ষী
সাতটি স্তম্ভে বিজারিত
নীল আকাশের প্রাণে সদা শির উন্নত
জাগ্রত স্মৃতিসৌধ।
আমি দেখিনি বায়ান্ন, দেখিনি একাত্তর!
তবুও এদের চেতনায় সদা থাকি নিমজ্জিত।
কারণ, আমি বিদ্রোহী, আমি বীর!
আমি আপনারে ছাড়া করিনা কোন কাহারেও কুর্নিশ।
আমি ৭১’ এর উত্তাল মার্চের সাক্ষী
রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর পদচিহ্নে উৎক্ষেপিত
স্বাধীন বাংলাদেশে সদা প্রজ্জ্বলিত
বিদ্রোহের আগুন শিখা চিরন্তন।
আমি বায়ান্ন আর একাত্তরের চেতনা বুকে নিয়ে,
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ত্ব রক্ষার্থে
হতে চাই আগামীর কোনো যুদ্ধের নতুন মুক্তিযোদ্ধা।
কারণ-
আমি স্বাধীন বাংলাদেশর ভোরের
সূর্যের আলোয় আলোকিত
ভাসানী-মুজিব, জিয়া-ওসমানীর
স্বপ্নের সোনার বাংলাদেশের একজন বিদ্রোহী-বীর।
আমি ১৬ কোটি বাঙ্গালির বাংলাদেশের প্রতিবাদী কন্ঠন্বর
আগামীর বাংলাদেশের একজন বিদ্রোহী নজরুল।