সেলিনা জাহান প্রিয়ার কবিতা-আমি ভালোবাসি শুধু তোমাকে

 

আমি ভালোবাসি শুধু তোমাকে
—————————সেলিনা জাহান প্রিয়া

 

আমি মেঘ হয়ে উড়ে এসে বৃষ্টি হব আজ
অঝোরে ঝরব তোমার মরু তৃষ্ণা হৃদয়ে
বসন্ত বিলাসী মমতটে স্রাবণের ধারা হয়ে।
আমি এসেছে আজ বৃষ্টি শুধু ঝরে যেতে ।
ঐ নীল দিগন্তে মুক্ত মেঘ দেখে তুমি আঁখি তুল
উদাসি হাওয়ায় তোমার সীমানায় আমি আসব
হাত খানি রেখে দক্ষিণের জানালায় আঁখি মেলে
বৃষ্টি হয়ে ঐ মেঘ আমি তোমায় ছুঁয়ে যাব ।।
মেঘের ছায়ায় আমি মিশে যাব তোমার চোখের মায়ায়
নীরবে ঝরে যাবে তোমার মনের না বলা কথা মেঘে মেঘে
আমার মেঘের মাঝে রবির আলো এ যেন তোমার চাহনি ।
কোন এক বৃষ্টি ভরা সকালে একটা স্নিগ্ধ গানের রেশ থেকে
ঘুম জড়ানো আবেশ ছেড়ে সময় হলে ভিজে নিও একটু তুমি
বৃষ্টি আজ সারাদিন হৃদয়ে হৃদয়ে মগ্নতা ছেয়ে যাক সব দিক
তোমার হৃদয়ের অন্ধ প্রাচীর ভেঙে দিগন্তে মিলাক মন মম
আমি বৃষ্টির মাঝে জেগে ওঠি যেন নুপুর ছন্দে আলতা পায়ে ।
এই মায়ার পৃথিবীর সবটুকু বাতাসের কোথাও কোথাও মেঘ
কোন না কোন মেঘের অংশে মিশে আছে ভালবাসা বৃষ্টি হয়ে
এই মেঘের কোন না কোন বৃষ্টি শীতল ছুয়া তোমার জন্য…
দ্রাঘিমাংশ আর অক্ষাংশের ভালবাসার কোন সীমা নেই
কতো বিচিত্র এই মন তবুও যে বাক্য শোনাবার প্রস্তাব দেয়
তার অনুভূতি সব বৃষ্টির জলে মিশে চোখ বন্ধ করে শুনে নাও !
কান পাতো মনে মনে উড়ে আসা মেঘ বৃষ্টি ছন্দে আজ কি বলে ?
আর শোন তবে… চুপি চুপি বলি
“ আমি ভালোবাসি শুধু তোমাকে ……………………

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!