এম এস ইসলাম আকাশ এর কবিতা-আমি ৭১ দেখিনি
আমি ৭১ দেখিনি
————– এম এস ইসলাম আকাশ
আমি ৭১ দেখিনি
শুনেছি সেদিনের কথা দাদুর মুখে
বলতে গিয়ে জল দেখেছি তার চোখে।
আমি ৭১ দেখিনি
শুনেছি সেদিনের বিভৎসতার কথা
ঘৃনায় ফোটেনি কথা নেমে এসেছে স্তব্দতা।
আমি ৭১ দেখিনি
জেনেছি সেদিনের নারকীয় নিষ্ঠুরতার কাহিনী
হায়েনার মতই হামলে পড়ে পশু পাক বাহিনী।
আমি ৭১ দেখিনি
পেয়েছি জল্লাদের কীর্তিকলাপ বধ্যভুমিতে
নিষ্ঠুরতার প্রামাণ্য দলিল রয়ে গেছে স্মৃতিতে।
আমি ৭১ দেখিনি
দেখেছি দাদার চোখে মুখে ঘৃনার আগুন
তার হৃদয় জুড়ে আগ্নেয়গিরির উদগীরন।
আমি ৭১ দেখিনি
দেখেছি মায়ের চোখে শুকিয়ে যাওয়া অশ্রুুধারা
অন্তহীন কষ্টের সাগরে বিভৎসতাগুলো দিয়েছে নাড়া।
আমি ৭১ দেখিনি
শহীদের রক্ত ঋনে পেয়েছি বাংলাদেশ
তোমাদের প্রতি কৃতজ্ঞতার নেই তো আমার শেষ।