আর্জেন্টিনাকে বিদায় জানালেন হিগুয়েইন
স্পোর্টস ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ফুটবলে গেল ১০ বছরের পরিপূর্ণ স্ট্রাইকারের তালিকা করলে আর্জেন্টিনা তারকা গঞ্জালো হিগুয়েইনের নাম শুরুর দিকে থাকবে। রিয়াল মাদ্রিদ, নাপোলি, জুভেন্টাসের পর এখন চেলসিতে খেলছেন তিনি। ক্লাবের হয়ে সাফল্যও পেয়েছেন এই আর্জেন্টাইন। এছাড়া জাতীয় দলের হয়ে তার ৭৫ ম্যাচে ৩১ গোলকেও ভালো বলতে হবে। তারপরও আর্জেন্টিনা ভক্তরা কাঠগড়ায় দাঁড় করান হিগুয়েইনকে।
কারণ আর কিছু নয়, আর্জেন্টিনা তথা মেসি বিশ্বকাপ, কোপা আমেরিকা জিততে না পারার জন্য বড় দায় হিগুয়েইনের। তার গালে তুলে দেওয়া বল পা দিয়ে ঠিকঠাক ঠেলে দিলেই গোল পেয়ে যেতো আর্জেন্টিনা। উচিয়ে ধরতে পারতো বিশ্বকাপ। কিন্তু তা পারেননি তিনি।
তারপরও রাশিয়া বিশ্বকাপে দল তার ওপর ভরসা রেখেছিল। এরপরেই ব্রাতা হয়ে পড়েছেন এই স্ট্রাইকার। তাই জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন তিনি। হিগুয়েইন বলেন, ‘অবসরের সিদ্ধান্ত নিচ্ছি কারণ আমি পরিবারের সঙ্গে কাটানো সময় উপভোগ করছি। মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছি। একই সঙ্গে মনে হচ্ছে আমার সর্বোচ্চটা আমি আর্জেন্টিনাকে দিয়ে ফেলেছি।’
প্রিমিয়ার লিগের দল চেলসিতে ভালো খেলার দিকে মনোযোগ দিচ্ছেন তিনি। এখানে খেলা তার উপভোগ করা উচিত বলে উল্লেখ করে হিগুয়েইন বলেন, ‘আমি যে গোলটি মিস করেছি মানুষ তা মনে রেখেছে। যে গোলটি করেছি তা মনে রাখেনি। আমি নিশ্চিত, ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে গোলটি সবাই উদযাপন করেছিল।’
তার গোল মিস করার ভুক্তভোগী তার পরিবারকেও বানানো হয়েছে বলে উল্লেখ করেন এই স্ট্রাইকার। তিনি স্বীকার করেন যে, জাতীয় দল তাদের লক্ষ্যটা পূরণ করতে পারেনি। তবে সেই ব্যর্থতা নিয়ে সবসময় কথা বললে তা আঘাত দেয় বলেও জানান তিনি।