আর্তমানবতার সেবায় রোহিঙ্গাদের পাশে মধুপুর শিল্প ও বণিক সমিতি
এম এস ইসলাম আকাশ, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
অার্তমানবতার সেবায় মধুপুর শিল্প ও বণিক সমিতি নির্যাতিত, দেশত্যগী ও গৃহহারা অসহায় ক্ষুধার্ত রোহিঙ্গাদের জন্য ২১ লক্ষ টাকার ত্রান সহায়তা নিয়ে কক্সবাজার, উখিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। তাঁদের’কে সহায়তা করেছেন- মধুপুর ট্রাক মালিক সমিতি, মধুপুর ট্রাক ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, মধুপুর ইটভাটা মালিক সমিতি, মধুপুর চাউল কল মালিক সমিতি, মধুপুর প্রি ক্যাডেট স্কুল, মধুপুর ওলামা পরিষদ ও সুশীল সমাজ। তাবু করে থাকার জন্য উন্নতমানে’র ২ শত ১০টি ত্রিপল ও নগদ ২০ লক্ষ টাকা নিয়ে মধুপুর শিল্প ও বণিক সমিতি ও ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ ছিদ্দিক হোসেন খান এর নেতৃত্বে ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ অানোয়ার হোসেন, মধুপুর ট্রাক ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপিত মোঃ আব্দুল আজিজ, সাধারন সম্পাদক অালহাজ খঃ মোতালিব হোসেন, মধুপুর শিল্প ও বনিক সমিতির সাধারন সম্পাদক মীর জহির উদ্দিন বাবর ও ওলামা পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ অাঃ মান্নানসহ ১টি বাস, ২টি হাইয়েক্স ও ২টি প্রাইভেট যোগে ৭০ জনের একটি দল নিয়ে সন্ধায় যাত্রা শুরু করেছেন। মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ ত্রান সামগ্রী নিয়ে এই দলের সাথে রয়েছেন। উল্লেখ্য যাতায়াত ও থাকা খাওয়া প্রত্যেকে নিজ খরচে বহন করছেন।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।